বছর ঘুরে এলো সেই দীর্ঘতম রাত! আলসেমি আর অনিদ্রার ওভারটাইম করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর পাবেন না। ঘুমিয়ে তো সারা জীবনই পার করবেন, আজ নাহয় বাড়তি সময়টুকু কিছু 'অকাম-কুকাম' করেই কাটানো যাক। আপনার দীর্ঘ রাতকে স্মরণীয় করতে রইলো ৯টি সেরা টিপস।
১। এক্স-এর প্রোফাইল ইনভেস্টিগেশন: রাত যেহেতু দীর্ঘ, তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে এক্স-এর প্রোফাইল স্ক্রল করে তার কাজিন, বেস্ট ফ্রেন্ড এবং বর্তমানে সে কার ছবিতে 'লাভ রিঅ্যাক্ট' দিচ্ছে তা নিয়ে গভীর গোয়েন্দা রিপোর্ট তৈরি করতে পারেন।
২। মোবাইল গ্যালারি ক্লিন-আপ: সেই ২০১৯ সাল থেকে জমে থাকা গুড মর্নিং মেসেজ আর স্ক্রিনশটগুলো ডিলিট করার মহৎ উদ্যোগ নিতে পারেন। কাজটা শুরু করে দশ মিনিট পর আবার সেই পুরনো ছবি দেখে নস্টালজিক হয়ে দীর্ঘশ্বাস ফেলাটাই হবে এই রাতের সার্থকতা।
৩। ফিলোসফিক্যাল ক্রাইসিস: রাত ৩টার দিকে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবুন, আমি কে? মহাবিশ্বে আমার গুরুত্ব কতটুকু? মশা কেন শুধু আমার কানেই গান গায়? এই জাতীয় জটিল দার্শনিক চিন্তায় ডুবে গিয়ে নিজের ঘুম হারাম করার জন্য বছরের এই রাতটিই সেরা।
৪। রান্নাঘরে এক্সপেরিমেন্ট: মাঝরাতে ক্ষুধা লাগলে ইউটিউব দেখে '৫ মিনিটে বিরিয়ানি' বা 'চিজ ছাড়া পিৎজা' বানানোর ব্যর্থ চেষ্টা করতে পারেন। খাবার যেমনই হোক, সেই পোড়া হাড়িপাতিল ধুতে ধুতে সকালের সূর্য দেখার আনন্দই আলাদা।
৫। ফেসবুক মেমোরি ডিলিট উৎসব: সাত-আট বছর আগে ফেসবুকে যে সব 'নিষ্পাপ' কিন্তু চরম লেভেলের 'ক্ষেত' স্ট্যাটাস দিয়েছিলেন (যেমন: "I am vEry sAd tOdaY..."), সেগুলো খুঁজে বের করে ডিলিট করুন। বড় রাত, মান-সম্মান বাঁচানোর এটাই সুযোগ।
৬। কাল্পনিক কোটিপতি হওয়া: বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে ভাবুন, লটারিতে ১০ কোটি টাকা পেলে আপনি কার কার মুখে টাকা ছুড়ে মেরে চাকরি ছেড়ে দেবেন। কার কার সাথে ভাব মারবেন তার একটা দীর্ঘ তালিকা তৈরি করতে করতে ভোর করে ফেলুন।
৭। মশার সাথে কনফারেন্স: মশারি না টাঙিয়ে শুয়ে পড়ুন। এরপর মশার কামড় খেতে খেতে মশা সম্প্রদায়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করুন। রাত যেহেতু বড়, রক্তদানের মাধ্যমে কিছুটা সওয়াব কামানোর এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন না।
৮। পুরানো চ্যাট হিস্ট্রি অডিট: ইনবক্সের একদম নিচে চলে যান। ২০১৮ সালে কার সাথে কী কথা হয়েছিল, কেন ব্রেকআপ হয়েছিল—তা নিয়ে দীর্ঘ গবেষণা ও আফসোস করার জন্য এই রাতটি একদম পারফেক্ট।
৯। অসম্পূর্ণ ঝগড়া সম্পূর্ণ করুন: সেই কবে কোন এক্সের সাথে একটা ঝগড়া অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেই ঝগড়াটা মনে করুন। এক্সকে কল দিন। আবার সেই পুরোনো ঝগড়াটুকু করে নিন। দেখবেন লালো ভাগবে।


