এশিয়া কাপে PR পদ্ধতিতে ট্রফি ভাগ-বাটোয়ারা করে দেওয়ার দাবি বাংলাদেশ সমর্থকদের 

২০ পঠিত ... ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে

দেশের রাজনীতিতে চলছে PR পদ্ধতির জোয়ার, অনেকেই চাইছেন এই পদ্ধতিতে নির্বাচন। তবে দেশের গণ্ডি পেরিয়ে এবার এই PR-এর ছোয়া লেগেছে আন্তর্জাতিক পর্যায়ে, এশিয়া কাপেও। বাংলাদেশ কখনোই এশিয়া কাপ জিতেনি, অদূর ভবিষ্যতেও জিতবে বলে খুব একটা আশাবাদী না দলের ভক্তরা। এবার তাই এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের দাবি একেবারেই অভিনব। খেলার মাঠে হার-জিতের হিসাব বাদ দিয়ে তারা চাইছেন রাজনীতির পরীক্ষিত পদ্ধতি—PR (Proportional Representation) সিস্টেমে ট্রফি ভাগাভাগি।

আমাদের হাতে কাপ ওঠে না মানলাম, কিন্তু তাই বলে একেবারেই না উঠবে কেন?—ক্ষোভ ঝেড়ে এক সমর্থক বলেন। নির্বাচনের মতো কাপও ভাগ করে দিলে অন্তত আমরাও বলার মতো কিছু পাব। সমর্থকদের প্রস্তাব অনুযায়ী, ভারত-পাকিস্তানরা ট্রফির সিংহভাগ পেলেও বাংলাদেশের জন্যও কিছু শেয়ার থাকতে হবে। যেমন, ট্রফির নিচের অংশ অথবা একটা হাতল বাংলাদেশকে দিতে হবে, এছাড়া অন্তত কয়েক ঘণ্টার জন্য ট্রফি মিরপুর স্টেডিয়ামে এনে ছবি তোলার সুযোগ দেওয়া।

আরেক এক সমর্থক যুক্তি দিয়ে বলেন, বিদ্যমান পদ্ধতিতে আমাদের দৌড় রানার্সআপ পর্যন্তই। কিন্তু এই সিস্টেম তো একটা ফ্যাসিবাদী সিস্টেম! এতে কোনোদিনই কাপ জেতা হবে না। তাই ভাগে হলেও কাপ আমাদের চাই-ই চাই। অন্যজন যোগ করলেন, রাজনীতিতে যেমন সবাই মিলে সরকার চালায়, ক্রিকেটেও সবাই মিলে কাপ রাখলে সমস্যা কোথায়? দরকার হলে কাপের ঢাকনা আমাদের দিন, বাকিটা ওরা রাখুক। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এই পদ্ধতির ঘোর বিরোধিতা করে বলেছেন, বেশি চুদুর বুদুর চইলত ন, আপার ক্ষমতার সিংহাসনের মতো এই কাপও আমাদের। আমাদের কথা মতো না চললে, আপা যেমন সবাইকে বাদ দিয়ে ডামি প্রার্থী নিয়ে নির্বাচন করেছে আমরাও তেমন ভারতের আরও দুই তিনটা ডামি টিম নামিয়ে এশিয়া কাপ খেলব।

২০ পঠিত ... ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে

Top