সম্প্রতি এক ভিডিওতে ওয়াজ বক্তা এবং জামায়াত নেতা আমির হামজাকে বলতে শোনা যায় ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে তিনি চান্স পেয়েছিলেন এবং তিনি আরও দাবি করেন ওখানে মাস্টার্সের ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে। ঘটনা শোনার সাথে সাথেই সোস্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে হাসি-ঠাট্টা, এমনকি জাবির শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ জানিয়ে বলেছেন মিথ্যাচার করছেন আমির হামজা।
আমির হামজার মদ-কুলি থিওরি নিয়ে শিক্ষার্থীরা সমালোচনায় ফেটে পড়েলেও জাবি প্রশাসন কিন্তু পুরো ব্যাপারটাকে দেখেছে ভিন্ন চোখে। তাদের মতে, এমন নিখুঁতভাবে মিথ্যা বানানোর দক্ষতা একাডেমিকভাবে ব্যবহার করা জরুরি। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে School of lie। এখানেই মিথ্যা বলার টেকনিক, গল্প বানানোর স্ট্র্যাটেজি এবং কিভাবে সত্যকে চটকদার করে ছড়াতে হয়—তা পড়ানো হবে।
প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, প্রথম ডিন হিসেবে দায়িত্ব নেবেন স্বয়ং আমির হামজা। আমির হামজার কাছে বিষয়টির সত্যতা জানার জন্য কল করা হলে তিনি বলেন, হ্যাঁ জাবি থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, আমি তাদের অনুরোধ ভেবে দেখব। তবে শর্ত একটাই, আমার ক্লাসে কেউ কোনো সত্য কথা বলতে পারবে না। আরেকটা শর্ত আছে, আমার ক্লাসে কেউ কুলিও করতে পারবে না।