সম্প্রতি এক ওয়াজ মাহফিলে জামায়াত নেতা আমির হামজা দাবি করেন, তিনি ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে চান্স পেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন—জাবির মাস্টার্সের ছাত্ররা নাকি সকালে দাঁত মাজার বদলে মদ দিয়ে কুলি করে।
বক্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই সোস্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে হাসি ঠাট্টা, এমনকি জাবির শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ জানাতেও শুরু করেছেন। কেউ কেউ বলছেন হামজা সাহেব হয়তো এন্টারকোটিক মহাদেশে জাবি নামক কোথাও ভর্তি হয়েছিলেন, সেখানকার অভিজ্ঞতাকেই বাংলাদেশের জাবি বলে চালিয়ে দিচ্ছেন। তবে এই বক্তব্যকে সবচেয়ে সিরিয়াসলি নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, তিনি গোপনে জাবির সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু হামজার ‘মদ দিয়ে কুলি’ থিওরি শোনার পরই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, রাশমিকা নাকি হতাশ হয়ে বলেছেন, আমি ভেবেছিলাম এখানে ক্লাসে সাংবাদিকতা শেখানো হয়, কিন্তু এখন বুঝতে পারছি ক্লাস শুরু হয় পানীয় টেস্টিং দিয়ে। আমি বলিউডেই ভালো আছি। হামজা সাহেবকে ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য।