বান্ধবী নিয়ে দশটি 'আন্টি, ঝর্না তো কাল আমার বাসায় ছিলো' কৌতুক

৩০০০ পঠিত ... ১৭:০২, অক্টোবর ০২, ২০২২

Bandhobi-koutuk

১#

অনেকদিন পর দুই বান্ধবীর দেখা।

: এই রেবা, তোর বর এখনো আগের মত দাঁত খিঁচুনি দেয় নাকি?

: না, মোটেই না।

: খুব খুশি হলাম শুনে। কীভাবে ওই বদ অভ্যাস গেল?

: নোড়া দিয়ে সবগুলো দাঁত ভেঙে দেয়ার পর।

 

২#

দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে।

: কী রে, চিরকাল তো বলে এলি ছেলেরা পশু, ছেলেরা জানোয়ার, শেষে তো একটা ছেলেকেই বিয়ে করলি।

: হঠাৎ আবিষ্কার করলাম, জন্তু, জানোয়ার পোষাটাও হবি হিসেবে মন্দ নয়।

 

৩#

প্রেমিকা: দোস্ত জানিস, আমার প্রেমিক সবাইকে বলে বেড়ায় সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে।

প্রেমিকার বান্ধবীর: ছি ছি এতদিন তোকে বিয়ে করবে বলে এখন কী না এই মতলব।

 

৪#

: বান্ধবী, আমাকে গোটা পঞ্চাশেক ইঁদুর আর হাজারখানেক আরশোলা দিতে পারবি?

: কেন?

: আর বলিস না! বাড়ি ছেড়ে দিচ্ছি শুনে বাড়িওয়ালা বলেছে, ভাড়া নেয়ার সময় যেমন ছিল ঠিক সেরকম রেখে যেতে হবে।

 

৫#

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে বৃষ্টির জন্য আটকা পড়লো সায়মা।

: এক কাজ কর সায়মা, রাতটা থেকে যা। এই বৃষ্টির মাঝে আর বাড়ি ফেরার দরকার নেই।

: ঠিক বলেছিস, আমি চট করে বাড়ি থেকে স্লিপিং গাউনটা নিয়ে আসছি।

 

৬#

: কী রে ভাই, আমি ১ ঘণ্টা ধরে এসে বসে আছি আর তুই এখন এলি।

: আর বলিস না, রাস্তায় এক ছেলে ফলো করছিল।

: এজন্য এক ঘণ্টা লেট?

: কী করব, ছেলেটাতো অনেক ধীরে ধীরে হাটছিল।

 

৭#

দুই বান্ধবী গল্প করছে।

: ছেলেটার এতবড় সাহস আমাকে চুমু খায়।

: তাকে বকে দিলেই পারিস।

: প্রতিবারই তো দিই।

 

৮#

দুই বান্ধবী মায়া ও ছায়া। বুলবুল ভালবাসে মায়াকে। কিন্তু কথাটা বলতে সাহস পায় না। একদিন খুব সাহস করে মায়ার হাত ধরে বলল, ‘মায়া তুমি ছায়ার কাছ থেকে আমার একটা কথার জবাব এনে দিবে?’

: কী কথা?

: এ মাসে আমাকে ওর বান্ধবীর জামাই বানাতে রাজি আছে কী না?

 

৯#

: কী রে, কেমন আছিস? তোর জামাই কোথায়?

: জামাই নেই। ৪ দিন ধরে রাগ করে অফিসেই থাকতেছে!

: কী কথা বলেছিলি মনে আছে তোর? আমার জামাইয়ের উপর কথাটা একবার প্রয়োগ করে দেখতাম।

 

১০#

প্রথম বান্ধবী: আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাই নি। তুই কি গেছিলি?

দ্বিতীয় বান্ধবী: ঠিক মনে করতে পারছি না। তোর বয়ফ্রেন্ডের নামটা যেন কী?

৩০০০ পঠিত ... ১৭:০২, অক্টোবর ০২, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top