স্বচ্ছতা বজায় রাখতে নীলক্ষেতে অকসু নির্বাচনের ব্যালট ছাপাতে চায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 

১৬ পঠিত ... ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে

অবশেষে নীলক্ষেত পেল আন্তর্জাতিক স্বীকৃতি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ব্যালট যে জালাল প্রেসে ছাপা হয়েছিল, এবার ঠিক সে প্রেসেই নিজেদের অকসু নির্বাচনের ব্যালট ছাপাতে যাচ্ছেন ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বিষয়টির সত্যতা নিশ্চিতে যোগাযোগ করা হলে অক্সফোর্ডের ভিসি এক সংবাদ সম্মেলনে বলেন, খুব চিন্তায় ছিলাম ব্যালট কোথায় ছাপাব—নিজেদের প্রেসে নাকি আন্ডারগ্রাউন্ড কোনো সিক্রেট জায়গায়। কিন্তু মনমতো সেফ কোনো প্রেস খুঁজে পাচ্ছিলাম না, প্রাচ্যের অক্সফোর্ড পিও অভিভাবকের মতো আমাদের পথ দেখিয়ে দিল। আশা করছি ডাকসুর ব্যালটের মতো সেফটি আমাদের ব্যালটের ক্ষেত্রেও এনারা নিশ্চিত করবেন। তিনি আরও যোগ করেন, আমাদের নির্বাচনের ব্যালট হবে একদম ফকফকা ট্রান্সপারেন্ট। ফলে স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন করলেই ব্যালট দেখিয়ে দিব।

অন্যদিকে নীলক্ষেতের দোকানিরাও নতুন ব্যবসায়িক সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এক দোকানি জানান, আগে শুধু দেশি শিক্ষার্থীদের গাইড, ফটোকপি, থিসিস বাঁধাই হতো। আশা করছি অক্সফোর্ডের ব্যালট এখানে ছাপা হওয়ার পর অক্সফোর্ড, হার্ভাড, স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরাও এখানে এসব কাজের জন্য আসবে।

১৬ পঠিত ... ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে

Top