রেস্টুরেন্ট নিয়ে দশটি 'এক্কেবারে ফ্রেশ খাওন স্যার' কৌতুক

২৩৬৬ পঠিত ... ১৭:৩৩, অক্টোবর ০১, ২০২২

Restaurent-koutuk

রেস্টুরেন্ট জোকস

 

১#

ভোজনবিলাসী এক ভদ্রলোক স্যুপের অর্ডার দিলেন।

ওয়েটার স্যুপ নিয়ে এলে ভদ্রলোক বললেন, ‘তোমার বুড়ো আঙুল আমার স্যুপে ডুবে আছে।‘

: ভয় নেই স্যার, আপনার স্যুপ তেমন গরম নয়।

 

২#

ফাইভ স্টার রেস্টুরেন্টে খেয়ে এক ভদ্রলোক বেয়ারাকে ৫ টাকা বকশিশ দিলেন।

: স্যার এই হোটেলে খেয়ে ৫ টাকা বকশিশ দেয়া মানে আমাকে অপমান করা।

: তা হলে কত দিতে হবে?

: আর ৫ টাকা দিলেই হবে।

: দুঃখিত, তোমাকে দু’বার অপমান করার কথা আমি ভাবতেই পারছি না।

 

৩#

প্রচণ্ড ক্ষুধা নিয়ে রেস্টুরেন্টে খেতে বসেছেন একজন। মাছটা মুখে দিয়েই বিরক্ত হয়ে উঠলেন তিনি।

: এই ব্যাটা, মাছ পঁচা কেন? ডাক তোর মালিককে। মালিক কোথায়?

: পাশের হোটেলে খেতে গেছে, স্যার।

 

৪#

মফস্বল শহরে বেড়াতে এসে একজন ট্যুরিস্ট একটা রেস্টুরেন্টে ঢুকল। ঢুকে সে দুটো সিদ্ধ ডিম আর চায়ের অর্ডার দিলো। খাওয়া শেষে তাকে বলা হলো, ‘বিল ৪০ টাকা।‘

: এত দাম ডিমের? তোমাদের এখানে ডিম পাওয়া যায় না নাকি?

: ডিম পাওয়া যায়, ট্যুরিস্ট পাওয়া যায় না।

 

৫#

প্রথম ওয়েটার: ২ নাম্বার টেবিলের ভদ্রলোক আবার ঘুমিয়ে পড়েছেন। যাই জাগিয়ে দিয়ে আসি, এই নিয়ে তিনবার হলো।

দ্বিতীয় ওয়েটার: উনাকে টেবিল থেকে তুলে বের করে দাও না?

প্রথম ওয়েটার: না থাক, উনি যতবার উঠছেন ততবার বিল মিটাচ্ছেন।

 

৬#

রেস্টুরেন্টে ঢুকে চার-পাঁচ রকমের খাবার খেয়ে পান চিবুতে চিবুতে ভদ্রলোক বেয়ারাকে ডাকলেন।

: এখানকার ম্যানেজারকে ডেকে দাও।

বেয়ারা ম্যানেজারকে ডেকে দিলো।

: আপনি আমাকে চিনতে পেরেছেন? দুইবছর আগে আমি এই হোটেল থেকে খাওয়ার পর সামান্য কুড়ি টাকা দিতে পারি নি। মনে পড়ে সেসময় আপনি আমাকে বেয়ারাদেরকে দিয়ে মেরে রাস্তায় বের করে দিয়েছিলেন?

: ওইদিনের জন্য আমি দুঃখিত স্যার।

: দুঃখিত হতে হবে না, আজকেও ডাকুন। কারণ আমার কাছে কিচ্ছু নেই।

 

৭#

: ওয়েটার স্যুপের মধ্যে একটা মরা ইঁদুর দেখা যাচ্ছে।

: চুপচাপ খেয়ে নিন স্যার, আর কেউ চাইলে দিতে পারব না।

 

৮#

: এটা কী চা নাকি কফি? একদম কেরোসিনের মত গন্ধ!

: তা হলে কফি। আমাদের চা-তে পেট্রোলের মত গন্ধ।

 

৯#

এক যুবক এক নামী রেস্টুরেন্টে গিয়ে সেখানকার বয়কে ৫০ টাকা বকশিশ দিলো।

: স্যার আমি কি সন্ধ্যাবেলা আপনার জন্য একটা টেবিল বুক করে রাখব?

: সন্ধ্যাবেলা আমি আমার দুই বান্ধবিকে নিয়ে আসব, তুমি বলবা, ‘স্যার সব টেবিল বুকড।’ তুমিই পারবা আমার কয়েক হাজার টাকা বাঁচাতে।

 

১০#

: কাটলেটের সাইজ এত ছোট কেন? আগে তো ছোট ছিল না।

: আমরা নতুন প্লেট আনিয়েছি বড় সাইজের। তার জন্য ছোট দেখাচ্ছে।

২৩৬৬ পঠিত ... ১৭:৩৩, অক্টোবর ০১, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top