পাক কৌতুকনামা : পাকিস্তানি বাহিনীর কাপুরুষতা নিয়ে ১০টি মজার কৌতুক

৭৬২৪ পঠিত ... ১৯:২৬, মার্চ ২৫, ২০১৯

১#

এক সৈনিক প্রশ্ন করলো পাকিস্তানি ক্যাপ্টেনকে-

: স্যার, কুমির কি উড়তে পারে?
: বোকা নাকি তুমি? কুমির উড়বে কি করে? নিজের ঘাড়ে যে মাথাটা আছে সেটা দিয়ে বিচার বিবেচনা করতে শেখো। মাথায় একটু ঘিলু থাকলে একথা তুমি বলতে পারতে না।
: জেনারেল স্যার কিন্তু বলছিলেন কুমির উড়তে পারে...
: হুম! স্যার যখন বলেছেন, হয়তো পারে। তবে খুব নিচ দিয়ে।

 

 

২#
পাকিস্তান মিলিটারিতে ভর্তি করার জন্য মিলিটারির প্রধান এক জোয়ানের সাহসের পরীক্ষা নিচ্ছে। মিলিটারি প্রধান ঐ ছেলের মাথার উপর ১টা লেবু রেখে ঐ লেবুটাকে পিস্তল দিয়ে শুট করলো। কিন্তু ছেলেটা একটুও নড়লো না!

লেবুটা ফেটে ঐ লোকটার শার্ট নোংরা হয়ে যাওয়ায় মিলিটারি প্রধান ছেলেটাকে ৫০ টাকা দিয়ে বললো, এই টাকা দিয়ে তুমি শার্টটা ওয়াশ করে নিও।

ছেলেটা বললো, আরও ৫০ টাকা দেন। প্যান্টটাও ধুইতে হবে।



৩#
অবসরপ্রাপ্ত এক পাকিস্তানি সেনা অফিসার জুনিয়রদের উদ্দেশে বললেন, 'বসে থাকার সুযোগ পেলে কখনো দাঁড়িয়ে থাকবে না, শুতে পারলে কখনোই বসে থাকবে না, ঘুমানোর সুযোগ পেলে কখনই জেগে থাকবে না।'



৪#
মুক্তিযুদ্ধকালীন ঘটনা। পাক কমান্ডার তার সৈন্যদের নিয়ে পাহাড়ের লুকিয়ে। শত্রুদের আক্রমণ করতে অপেক্ষারত। হঠাৎ কমান্ডার চেঁচিয়ে উঠলেন, 'সৈন্যরা, আক্রমণ!'

তার সৈনিকদের মধ্যে কেউ আক্রমণ করল না।

কমান্ডার রেগে আরও জোরে চিৎকার করলেন, 'আক্রমণ!' তিনি দেখলেন, কেউ নড়লোও না। কমান্ডার ৩য় এবং শেষবারের মতো সর্বশক্তি দিয়ে চেঁচালেন, 'সৈন্যরা, আক্রমণ!'

এবার আওয়াজ পাওয়া গেলো। মৃদুস্বরে এক সৈন্য বললো, 'বাহ! কি সুন্দর কন্ঠ!'



৫#
অফিসার: ৫০০ টাকা ভাংতি হবে?
সৈন্য: আবার জিগায়!
অফিসার: একজন অফিসারের সাথে এভাবে কথা বলা অনুচিত। চলো আবার চেষ্টা করি। তোমার কাছে কি ৫০০ টাকা ভাংতি হবে?
সৈন্য: নো, স্যার!   

 

৬#
যুদ্ধের ক্ষয়ক্ষতির ব্যাপারে পাকিস্তান আর্মির এক অফিসার জেনারেলকে জানাচ্ছেন, 'আমরা খুবই বীরত্বের সাথে লড়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের খবর হলো আমরা আমাদের ৩ জন বীরকে হারিয়েছি।'

অফিসার জেনারেলের ঘর থেকে বেরিয়ে এলে সেই আর্মি অফিসারের অধীনে যুদ্ধ করেছে এমন এক সৈনিক কাচুমাচু হয়ে সামনে দাড়ালো।

অফিসার বললো, 'কী? কিছু বলবে?'

মাথা চুলকে সৈনিক বললো, 'স্যার কতজনে একজন হয়?'



৭#
পাকিস্তানি সৈনিক: স্যার, এটা কি সত্যি যে মানুষ বানর থেকে  বিবর্তিত হয়েছ।
মেজর: হুম। বানর থেকেই মানুষের বিবর্তন ঘটেছে। তবে মেজরেরা নন।

 

 

৮#
জেনারেল দেখলেন তার এক সৈনিক অদ্ভুত আচরণ করছে। সৈনিকের সামনে যা কিছুই সে তুলে দেখছে, হাত নিয়ে বলছে, ‘উহু। ঠিক না। মোটেই ঠিক না।‘ তারপর সেটা জায়গা মতো রেখে দিচ্ছে।

এভাবে কিছুদিন যাওয়ার পর, জেনারেল মনোচিকিৎসক দিয়ে সেই সৈনিকের পরীক্ষা করালেন। মনোচিকিৎসক পরীক্ষা করে বললো, 'এ অসুস্থ। একে আর্মির চাকরি থেকে অব্যাহতি দিন।'

তখন সৈনিকটা বলে উঠলো, 'ঠিক ঠিক!'



৯#

 

 

১০#
স্থলযুদ্ধ চলছে। ল্যান্ডমাইনের ব্যাপারে পাকিস্তানি জেনারেল নির্দেশনা দিলেন সৈনিকদের। তারপর জিজ্ঞেস করলেন কারও কোনো প্রশ্ন আছে কিনা।

এক ভীতু সৈনিক বললো, 'স্যার, মাইনের উপরে ভুল করে পা দিয়ে ফেলি। তখন কী করবো?'

: চিরাচরিত নিয়ম, মাটি থেকে ২ শ ফিট উপরে লাফিয়ে উঠবে এবং তোমার শরীরের বিভিন্ন অংশ বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়বে।

৭৬২৪ পঠিত ... ১৯:২৬, মার্চ ২৫, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top