এক নব দম্পতির বিয়ের রাতে জামাই বৌকে বলছে-
‘আমি বাসায় আমার যখন ইচ্ছা, যেকোন সময়, যত রাত করেই হোক আসব, আর তুমি এ নিয়ে কোন সমস্যা করতে পারবে না।
আর আমি যখনই বাসায় আসি টেবিলে খাবার রেডি দেখতে চাই।
আর আমি ছুটির দিনে, মাছ ধরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, তাস খেলতে গিয়ে যতক্ষন ইচ্ছা থাকব, রাতে নাইট ক্লাবে যাব… তুমি কিছুই বলতে পারবে না।
এগুলো আমার রুলস। কোনো কমেন্ট?’

‘আমার এতে কোন আপত্তি নেই, কিন্তু মনে রাখবে, তুমি বাসায় থাকো বা না থাকো, বাসায় প্রতি সন্ধ্যা সাতটায় আমার সেক্স চলবে… এটা আমার রুলস।’ বউয়ের জবাব।


পাঠকের মন্তব্য