দুই মিনিটের ফ্লাইট

৩০৮ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ২০, ২০২৩

দুই-মিনিটের-ফ্লাইট

বিমানযাত্রা সাধারণত সর্বনিম্ন কতক্ষণের হয়ে থাকে বলে আপনাদের মনে হয়? কমপক্ষে ৩০ মিনিট তো হওয়ারই কথা। কিন্তু যদি বলি প্লেনে উঠার দুই মিনিটের মধ্যেই আপনাকে নেমে যেতে হবে, তবে শুনতে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগবে না? এই ঘটনাটিই ঘটেছে স্কটল্যান্ডে, স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের অংশ পাশাপাশি দুটি দ্বীপ ওয়েস্ট্রে এবং পাপা ওয়েস্ট্রের মধ্যকার যোগাযোগের জন্য। মূলত এই বিমান চলাচল ব্যবস্থা। মাত্র এক দশমিক সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য যাত্রীরা ব্যবহার করেন এই ফ্লাইটটি।

প্রশ্ন হচ্ছে এত স্বল্প দূরত্বে বিমান কেন? যোগাযোগের জন্য সেতু তৈরি করে দিলেই তো হয়। ২০১৪ সালে অর্কনি দ্বীপপুঞ্জ কাউন্সিল এই দ্বীপগুলোকে একসঙ্গে যুক্ত করার পরিকল্পনা শুরু করে। ওয়েস্ট্রে এবং পাপা ওয়েস্ট্রের মধ্যে একটি সেতুও ছিল এই পরিকল্পনার অংশ। তবে ২০২১ সালে শুরু হওয়ার কথা থাকলেও এটি এখনও শুরু হয়নি, যার ফলশ্রুতিতে এখানে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সবাইকে দুই মিনিটের এই ফ্লাইটটি ব্যবহার করতে হয়।

৩০৮ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ২০, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top