৮ হাজার ফুট উঁচু পাহাড়ে চড়ে চুরি

২০৯ পঠিত ... ১৬:২৪, আগস্ট ২৮, ২০২৩

Pahare-churi

বাড়িঘরে চুরি তো নিত্যদিনের ব্যাপার কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় চড়ে চুরি করার ঘটনা শুনেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের লিউকারবাদ গ্রাম সংলগ্ন জেমি পাস গিরিসংকট যেটি কিনা সেদেশের সবচেয়ে বিপদসংকুল পাহাড়ি পথ, সেই ৮ হাজার ফুট উঁচু পথ পাড়ি দিয়ে উপরে থাকা একটি অনুদানের বক্স থেকে টাকা চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।

 

পাহাড়ি এই পথটি স্থানীয়ভাবে ভায়া ফেরাতা নামে পরিচিত। স্থানীয় একটি ক্লাব এই পথটি দেখাশোনা করেন। মানুষজনের দেওয়া অনুদানের অর্থ পাহাড়ের উপরের একটি বক্সে রেখে দিতেন তারা। চুরি সম্পর্কে ক্লাবের সদস্যদের থেকে জানা যায়, টাকা রাখা বক্সটিকে তারা ভাঙা অবস্থায় পেয়েছেন। সাধারণ মানুষদের পক্ষে কোনোভাবেই সেই জায়গায় যাওয়া সম্ভব নয়। তাদের ধারণা দক্ষ পর্বতারোহীরাই এই কাজটি ঘটিয়েছেন এবং এটি অনেক আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল।   

২০৯ পঠিত ... ১৬:২৪, আগস্ট ২৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top