পাত্তা না পেয়ে ডাকাতি বিফল

২০৩ পঠিত ... ১৭:৪৯, জুলাই ১১, ২০২৩

Dakati

সাধারণত পিস্তলের মুখে ডাকাতির সময় মানুষের আতংকগ্রস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্রের আটলান্টা অঙ্গরাজ্যে ঘটেছে অদ্ভুত এক ডাকাতির ঘটনা। ডাকাতি করতে স্থানীয় এক সেলুনে ঢুকে পিস্তল দিয়ে সবাইকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে এক যুবক, কিন্তু সেলুনের সিসিটিভি ফুটেজে দেখা যায় পিস্তল হাতে ভয় দেখানোর পরেও সেলুনের মালিক থেকে শুরু করে কাস্টমার সবাই মোটামুটি নির্বিকার ছিলেন! বলতে গেলে এক কোথায় কেউ তাকে পাত্তাই দেয়নি।

এমনকি ভিডিওতে দেখা যায় সেলুনের মালিক এমন অবস্থাতেও একদম স্বাভাবিক অবস্থায় ফোনে কথা বলছিলেন। পরে সেলুনের এক কাস্টমার সেলুন থেকে বের হয়ে বাইরে গেলে বাইরে গিয়ে তার থেকে ফোন কেড়ে পালিয়ে যায় সে ডাকাত। তবে ডাকাতি করতে গিয়ে এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন বোধহয় খুব কম ডাকাতেরই হতে হয়েছে। পুরো ঘটনাটির ভিডিও দেখুন নিচে…

 

২০৩ পঠিত ... ১৭:৪৯, জুলাই ১১, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top