স্ত্রীর ছবিতে পরিচয়ের ১১ বছর আগেই উঁকি দিয়েছিলেন স্বামী

৯৭৫ পঠিত ... ১৬:৫২, জুন ২২, ২০২৩

একই-জায়গায়

ধরুন আপনি অনেক বছর আগে রাঙামাটি ঘুরতে গিয়েছেন। স্বাভাবিকভাবেই আপনি সূর্যাস্তের আগে আগে কাপ্তাই ব্রিজের উপর দাঁড়িয়ে অথবা লেকের পাড়ে যে জায়গাটা অনেক সুন্দর—প্রচুর গাছ-পালা আছে বা কোনো একটা পাহাড়ের নিচে নিজের একটা সুন্দর ছবি তুলে রাখতে চাইবেন, যাতে অনেক অনেক বছর পরে কোনো এক ছুটির দিনে বিকেলবেলা ছবিটা দেখে সেই চমৎকার দিনগুলোর কথা মনে করে একটু মুচকি হাসতে পারেন।

এখন একটু ভাবুন তো কেমন হবে, যদি আগের ছবির এক কোনায় দেখতে পান আপনার সাথেই থাকা প্রিয়জনকে যাকে নিয়ে সেসময় ঘুণাক্ষরেও কোনো ধারণা ছিলো না? সেসময় আপনি আর আপনার প্রিয়জন দু'জনে একই সময়ে রাঙামাটিতে ছিলেন, এমনকি এক ছবিতেও ছিলেন। তবে আপনি ছিলেন ছবির কেন্দ্রবিন্দুতে আর আপনার আপনজন ছিলো দূরে কোনো এক পাহাড়ের ওপর। ভাবতেই অবিশ্বাস্য লাগছে, এও কী বাস্তব জীবনে সম্ভব?  

আশ্চর্য হলেও সত্যি, এমনটাই হয়েছে চীনের এক দম্পতির সাথে। সম্প্রতি তারা নিজেদের পরিচয়ের ১১ বছর আগে তোলা এরকম একটি ছবি তাদের ফটো অ্যালবামে খুঁজে পেয়েছেন। নিজেদের কৈশোরে শিউয়ে এবং তার হাজবেন্ড ইয়েই চীনের পূর্বপ্রান্তের শ্যান্ডং প্রদেশের চিংডাউ শহরে ঘুরতে গিয়েছিলেন

তখন ২০০০ সাল, গরমকাল চলছে। তরুণী শিইউয়ে তখন চিংডাউ ঘুরতে গিয়েছেন। এ শহরের প্রান্তে মে ফোর্থ স্কোয়্যারে আছে লাল রঙের একটি চোখজুড়ানো ভাস্কর্য যেটাকে স্থানীয়রা 'মে উইন্ড' বলে—সেটার সামনে দাঁড়িয়েই একটি ছবি তুললেন তিনি। ঠিক একই সময়ে একটু পেছনেই ছিলেন শিইউয়ের স্বামী ইয়েই। তিনি তখন তার সাথের ফটোগ্রাফারের সামনে পোজ দিচ্ছেন আর তাকে বোঝাচ্ছেন কীভাবে ছবিটা তুলতে হবে।

এ পর পেরিয়ে গেছে ১১ বছর। শিইউয়ে আর তার পার্টনার ইয়েই ২০১১ তে প্রথমবার তাদের মধ্যে দেখা হয়। পরবর্তীতে প্রেম, বিয়ে, কন্যা সন্তান। নিজের বাচ্চার সাথে তরুণ বয়সের শিউয়ের চেহারার কতখানি মিল সেটা খুঁজে বের করতেই এই দম্পতি একদিন তাদের ছবির অ্যালবামটা নিয়ে বসলেন। আর তখনই ইয়েই আচমকা পেয়ে গেলেন এই ছবি।

ছবিটা দেখামাত্রই দুর্দান্ত দৃষ্টিক্ষমতা সম্পন্ন ইয়েই নিজেকে চিনে ফেললেন, যদিও ছবিতে ইয়েই অনেক দূরেই রয়েছেন।

‘আমার মনে ছিলো সে (শিইউয়ে) আমাকে বলেছিল যে সে চিংডাউ তে ঘুরতে গিয়েছিলো এবং কাকতালীয় ভাবে আমিও সেখানে গিয়েছিলাম আর 'মে ফোর্থ স্কয়ারে' ঘুরতে গিয়েছিলাম। সেখানে ছবিও তুলেছিলাম। শিউয়ের ছবিটা যখন আমি দেখলাম আমি একদম হতবাক হয়ে পড়েছিলাম! বারবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিলো। এই ভঙ্গিতে দাঁড়িয়েই সেসময় আমি ছবি তুলতাম।‘ স্মৃতির পাতা হাতড়ে ইয়েই এই কথাগুলো বললেন।

৯৭৫ পঠিত ... ১৬:৫২, জুন ২২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top