ফিডার বাচ্চারা খেলেও, ফিডারের বয়স কিন্তু ৭০০০ বছরের বেশি!

৯৫ পঠিত ... ১৭:৫৮, মে ১৪, ২০২৩

Feeder

মানুষ স্তন্যপায়ী প্রাণী, কাজেই মানবশিশুরা মায়ের দুধ পান করবেই। প্রাগৈতিহাসিক সময় থেকেই বাচ্চারা মায়ের দুধ খেয়ে আসছে। কিন্তু ফিডার? সেটাও কি ওনেক আগের সময় থেকে? জি স্যার! আলামত যা পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ৭০০০ বছর আগেও বাচ্চারা ফিডার খেতো!

সম্প্রতি জার্মানিতে প্রাচীনকালের শিশুদের কবর থেকে মাটির তৈরি কিছু পাত্র পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা ক্ষুরযুক্ত প্রাণীর দুধের অবশিষ্ট পেয়েছেন। তারা ধারণা করছেন, এগুলো সেকালের বাচ্চাদের দুধের বোতল। এগুলোর কোনো কোনোটি ৭০০০ বছর বা তারও বেশি আগের সময়ের। তাম্রযুগ বা লৌহযুগের যে বোতলগুলো পাওয়া গেছে সেগুলো দেখতে অনেকটা গোলাকার বাটির মতন সেইসাথে নলযুক্ত ৷ অনেকের মতে এই বাটিগুলো দেখতে মেয়েদের স্তনের মতন। কিছু কিছু বাটির সাথে প্রাণীদের পায়ের অংশ এবং আরো নানারকম অলংকরণ পাওয়া গেছে। যেটা দেখে ধারণা করা হয় বাটিগুলো বাচ্চাদের খেলনা হিসেবেও ব্যবহৃত হতো। কিছু কিছু ফিডার দেখতে আবার বর্তমান সময়ের লোটা বা বদনার মতোও।

344769764_777122390470217_1375070920246850351_n

মেডিক্যাল সায়েন্সের মতানুযায়ী, বাচ্চা যতদিন মায়ের দুধ পান করে, মায়ের পরবর্তী গর্ভধারণ প্রক্রিয়া ততোই বিলম্বিত হত। ফলে, যখনই এই ফিডারের প্রচলন শুরু হয়, ধারণা করা হয়, মানুষের সন্তান উৎপাদনের হারও সেই সময় থেকে বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

৯৫ পঠিত ... ১৭:৫৮, মে ১৪, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top