প্রথমবার মার্শাল আর্ট খেলতে নেমেই চ্যাম্পিয়ন হলেন মার্ক জাকারবার্গ

১৩৪ পঠিত ... ১৬:৪০, মে ০৯, ২০২৩

প্রথমবার

নিজের সিভিটা আরেকটু বড় করলেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এখন থেকে তিনি একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার রেডউড শহরে আয়োজিত ব্রাজিলিয়ান জু-জিতসু চ্যাম্পিয়নশী্পে মার্ক জাকারবার্গ স্বর্ণ এবং রৌপ্য পদক পেয়েছেন। যেটা মার্শাল আর্ট কমিউনিটিতে সবাইকে অবাক করে দিয়েছে।

মার্শাল আর্ট ব্রাজিলিয়ান সংস্করণ জু-জিতসু। প্যানডেমিকের সময়ে সারা দুনিয়া যখন বেশ আতংকের মধ্যে দিন যাপন করছিল, তখন জু-জিতসু শেখা শুরু করেন ৩৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার। এ ব্যাপারে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজের ফলোয়ারদের তিনি বলেন, ‘প্রথমবারের মতন জু-জিতসু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, গেরিলাটিমের জন্য কয়েকটি মেডাল ও জিতে নিলাম।‘

এ ব্যাপারে তিনি যে কয়েকজন কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছেন; তাদের মধ্যে একজন খাই দ্য শ্যাডো উ নিজের ছাত্রকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘গতকাল অকে খেলতে দেখাটা আমার কাছে একটা মহাকাব্যর চেয়ে কম কিছু মনে হয়নি। একটা ম্যাচও সহজ ছিলো না এবং প্রতিটা ম্যাচেই তাকে নিজের যোগ্যতা দেখিয়ে জিততে হয়েছে। ওকে কোচিং করাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।‘

বেশ কয়েকজন নামি দামি স্পোর্টসম্যান জাকারবার্গকে তার এই নতুন শখের ব্যাপারে উৎসাহপূর্ণ কথা বলেছেন। তাকে সমর্থন দিয়েছেন পোস্টের কমেন্টে।

সাবেক ইউ এফ সি চ্যাম্পিয়ন এবং এংগার ম্যানেজমেন্ট এর ছাত্র কনর ম্যাকগ্রগর পোস্টে কমেন্ট করেছেন, ‘ইয়ো! মাথা নষ্ট পারফরম্যান্স মার্ক!’

ব্রাজিলিয়ান বার্নার্দো ফারিয়া, যিনি পাঁচবার বিশ্ব জু-জিতসু চ্যাম্পিয়নশীপ জিতেছেন তিনি বলেছেন, ‘বিস্ময়কর! হাফ-গার্ড, আর্ম বার, ট্রায়াঙ্গ, সব ঠিক। সুপার কুল!’

বলাই বাহুল্য, আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি এই স্পোর্টসের সাথে আগে থেকেই যুক্ত আছেন। অ্যাশটন কুচার, যিনি নো স্ট্রিংস এটাচড মুভির জন্য বিখ্যাত; তার জু-জিতসু তে ব্রাউন বেল্ট আছে। অভিনেতা জেসন স্ট্যাথাম এবং কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের আছে পার্পল বেল্ট।

পিকি ব্লাইন্ডার্স এবং ভেনম মুভি খ্যাত মুভি স্টার টম হার্ডি তার দেশ যুক্তরাজ্যে জু-জিতসু প্রতিযোগিতার অংশ নেন। তিনি উলভারহ্যাম্পটন এবং মিল্টন কিইনস শহরে আয়োজিত জু-জিতসু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং জিতেছেন।

১৩৪ পঠিত ... ১৬:৪০, মে ০৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top