গান নেবেন, গান? আনকোরা সব ভালোবাসার গান

৪৯৬ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ১৪, ২০২২

Gaan

প্রিয়জনকে অন্যদের চেয়ে ভিন্ন কিছু উপহার দিয়ে অবাক করে দিতে কে না চায়? কেউ চাঁদে জায়গা কিনে ফেলে তো কেউ আকাশের বুকে প্রিয়জনের নাম লিখে ফেলে। তবে গায়ক আর লেখকেরা ছাড়া প্রিয়জনকে উদ্দেশ্য করে গান কে উৎসর্গ করতে পারে বলুন? তবে হতাশ হওয়ার কিছু নেই। প্রিয়জনকে আপনিও গান উপহার দিতে পারবেন। তাও আবার শুধুমাত্র নিজেদের জন্য তৈরি একেবারে আনকোরা বিশেষ গান।

এমনিভাবে অনুরোধে ভালোবাসার গান তৈরি করে দেন ফ্রিল্যান্স মিউজিশিয়ান ও শখের আর্টিস্ট আহমেদ রিফাত কবির। তার মতে তিনি মিউজিক করেন আত্মা আর দেহ উভয়ের খোরাক জোগাতে।

প্রিয় কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রায়শই নিজের করা ছোট্ট গান বা মিউজিক উপহার দিয়ে থাকেন তিনি। সেই চিন্তা থেকে বড় স্কেলে শুরু করেন সম্মানীর বদলে তরুণ-তরুণীদের অনুরোধে উপহার দেওয়ার জন্য গান তৈরি।

'সুরবিক্রেতা' আহমেদ রিফাত কবির বলেন, 'আমার কাছে গান বানানোর ব্যাপারে কেউ আসলে তার কাছ থেকে আমি তিনটা তথ্য নেই-- যাদের নিয়ে গান তাদের নাম, তাদের সম্পর্ক নিয়ে উপহারদাতা/দাত্রীর বক্তব্য আর গানটা কি রকম সুরে চাচ্ছেন। আমি তাদের নামের আদ্যক্ষর গুলোকে গানের প্রত্যেক লাইনের আদ্যক্ষর হিসেবে বসিয়ে তাদের গল্পটা গানে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এরপরে স্টুডিওতে গানের আগাগোড়া কম্পোজশন মিক্স-মাস্টার সেড়ে গান পৌঁছে দেই ক্লায়েন্টের হাতে। গানের কথা নিজে লিখি, তবে কেও নিজের কিছু কথা গানের মাঝে জুড়ে দিতে চাইলে আমি সেটিও জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করি।'

এই বছর ভালোবাসা দিবস উপলক্ষে তার গান বানানো হয়েছে তিনটা। গত বছর ভ্যালেন্টাইন্স ডে'র আগের দিন দুপুরবেলা আহমেদ রিফাত কবিরের এক বন্ধু অনুরোধ নিয়ে আসলো একটি গান বানিয়ে দিতে। তিনি সচরাচর তিন-চারদিনের নিচে কাজ সারেন না, কিন্তু সেবার টানা ৬ ঘণ্টা কাজ করে একটা গান বানিয়ে ফেলেছিলেন! তার বন্ধুর বিশ্বাস হচ্ছিল না যে তিনি ৮ মিনিটে গানের কথা আর সুর বানিয়ে ফেলেছেন। তবে শুধু ভালোবাসা দিবসই না, চাইলে এই গান তিনি বানিয়ে দিতে পারেন বছরের যে কোনো সময়েই।

আহমেদ রিফাত কবিরের গানের প্রতি ভালোবাসাটা সেই ছোট্টবেলা থেকে। সঙ্গে তিনি যোগ করছেন মানুষের ভালোবাসা। তা দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন ভালোবাসার গল্প। তাই তো তিনি বলেন, 'আমার গানের প্রতি ভালোবাসা আর মানুষের ভালোবাসাকে এক সুতায় গাঁথতে পারা একটা বড় পাওয়া, সেটাই সবসময় উপভোগ করার চেষ্টা করি।'

 

আহমেদ রিফাত কবিরের লেখা ও সুর করা গান শুনতে চলে যান এই লিংকে:

 

ইউটিউব: https://youtube.com/playlist?list=PLm9tu1ypX7DznOdN-p5mtIVYAmfCsS9uy

 

স্পটিফাই - https://open.spotify.com/artist/1slPlp7AvFRpVR4HTeXuOW?si=DlNJZeq5S4OdOzXRp1KLzw&utm_source=copy-link

৪৯৬ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ১৪, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top