স্বামী বিবেকানন্দের অবিস্মরণীয় কিছু উক্তি

৬৪৩ পঠিত ... ১৮:২৩, জানুয়ারি ১২, ২০২২

shami bibek ukti

স্বামী বিবেকানন্দ, যে মানুষটিকে নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গী থেকে বিবেচনা করা দুঃসাধ্যই বলতে গেলে। বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছেছেন হিন্দু ধর্মের বার্তা নিয়ে। তাই বলে শুধু সন্ন্যাসীর কাতারেই তাঁকে ফেলে রাখা যাবে না। তাঁর সাধনা, জ্ঞান পিপাসা, দর্শন, সংগীতের প্রতি মোহ এবং তাঁর দৃঢ় ব্যক্তিত্বে চমকিত ছিলেন না, এমন মানুষ সে সময়ে বিরল। এই ক্ষণজন্মা মানুষটিরই কিছু অবিস্মরণীয় উক্তি তুলে ধরা হলো ইআরকির পাঠকদের জন্য। 

#

যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে, তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক।

#

অন্ন! অন্ন! যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন - ইহা আমি বিশ্বাস করি না।

#

আমাদের জাতের কোনও ভরসা নাই। কোনও একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না - সেই ছেঁড়া কাঁথা, সকলে পড়ে টানাটানি...

#

সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার জন্যই খারাপ হয়।

#

একটি রাষ্ট্রের অগ্রগতি বোঝার সবচেয়ে ভাল উপায় হচ্ছে সেই রাষ্ট্রে নারীর অবস্থান সম্পর্কে জানা।

#

যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।

#

আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।

#

যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো শিখতে থাকো।

#

মনের শক্তি সূর্যের কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।

#

যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।

 

৬৪৩ পঠিত ... ১৮:২৩, জানুয়ারি ১২, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top