বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট আসলে যতখানি ডিজিটাল

৯৪৭ পঠিত ... ২১:৫৩, জুন ০৬, ২০২১

bsti-number-plate-digital

আমরা কথায় কথায় 'ডিজিটাল' 'ডিজিটাল' বলি।
অথচ এই 'ডিজিটাল' কনসেপ্টটা নিয়েই আমাদের রয়েছে বিরাট সমস্যা।
আজ গাড়ির ট্যাক্স জমা দিতে গিয়ে মনে পড়লো - বেশ কিছুদিন আগে বিআরটিএ থেকে মেসেজ পেয়েছিলাম - গাড়ির ট্যাক্স অনলাইনে জমা দেওয়া যাবে।
বিরাট সুখবর!
আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না- এই আনন্দে উদ্বেলিত হয়ে আমি তাদের সাইটে গেলাম। ট্যাক্স দেবার জন্য।
গিয়ে দেখি- অনলাইনে পেমেন্ট করার পর ট্যাক্স টোকেন আনতে আমাকে আবার ব্যাংকে গিয়ে সেই লাইনেই দাঁড়াতে হবে।
এমন অদ্ভুত 'ডিজিটাল' কি জাতি চেয়েছিলো?
আমি বুঝতে পারলাম না- পেমেন্ট করার পর টোকেনটা ওয়েবসাইট কিংবা ইমেল থেকে কেন ডাউনলোড করে নেওয়া যাবে না ?
বলবেন সেক্ষেত্রে তো টোকেন জাল হবে ? সার্জেন্ট গাড়ি থামিয়ে যখন কাগজ চেক করে তখন ট্যাক্স টোকেন জাল না আসল, ধরবে কীভাবে ?
আপনি যদি এটা বলেন, তাহলে আপনার 'ডিজিটাল' কনসেপ্টেও সমস্যা আছে ব্রো।
২০১২ সাল থেকে প্রতিটা গাড়িতে আরএফআইডি ট্যাগসহ ডিজিটাল নম্বর প্লেট লাগানো হয়েছে। এই নম্বরপ্লেট লাগানোর পর পুলিশ সার্জেন্টদের আর র‍্যান্ডমলি গাড়ি থামিয়ে কাগজ চেক করার দরকারই থাকার কথা না।
এই নন্বরপ্লেটের ফলে সার্জেন্ট আরাম করে বসে থাকবে- গাড়ি নিজেই সার্জেন্টের কাছে রাখা ডিভাইসে ভদ্রলোকের মতো সিগন্যাল দিয়ে বলবে- ভাই, আমার কাগজে সমস্যা। ধরেন আমাকে।
কী সুন্দর ডিজিটাল ব্যবস্থা।
কিন্তু সেই ব্যবস্থা ইমপ্লিমেন্ট হয় নাই। কেন হয় নাই কে জানে ?
এখনো আমাদের সার্জেন্ট ভাইদের রাস্তায় দৈব চয়নের ভিত্তিতে গাড়ির কাগজ চেক করতে হয়।
বিগত ৫ বছরে বিআরটিএ গাড়ির মালিকদের কাছ থেকে এই ডিজিটাল নম্বরপ্লেট বাবদ টাকা নিয়েছে- প্রায় ৬০০ কোটি টাকা (সূত্র: ডেইলি স্টার)।
অথচ এই নাম্বারপ্লেটের যে সব সুবিধা জনগণের পাবার কথা তার একটিও বিআরটিএ দিচ্ছে না।

এসব ব্যবস্থা ইম্প্লিমেন্টই যদি না করবেন তাহলে পাবলিকের কাছ থেকে গাড়ি প্রতি ৪/৫ হাজার টাকা করে কেন নিলেন? আগের টিনের নাম্বারপ্লেটের চেয়ে এই আরএফআইডি নম্বরপ্লেট দেখতে সুন্দর লাগে- শুধু এই কারণে?

জানি এই প্রশ্নের জবাব দেবার মতো কাউকে খুঁজে পাবো না।
এদেশে জবাব দেবার মত লোকের অনেক অভাব।
কারণ কী জানেন?
কারণ জবাব চাইবার মতো লোকের অভাব তার চেয়েও বেশি, তাই।

৯৪৭ পঠিত ... ২১:৫৩, জুন ০৬, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top