মীর্জা গালিবের শের ও তার ধারাবাহিক জবাব

২২৭৬ পঠিত ... ০৯:২১, এপ্রিল ২৩, ২০২১

মির্জা গালিবকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয়। শুধু ভারত বা পাকিস্তানে নয় সারা বিশ্বেই রয়েছে গালিবের ব্যাপক জনপ্রিয়তা। তার শের/গজল মানুষের মুখে মুখে ফেরে। তবে গালিবের খ্যাতি আসে তার মৃত্যুর পর। তিনি তাঁর নিজের সম্পর্কে বলেছিলেন, বেঁচে থাকতে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও, পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি দিবে। ইতিহাস এর সত্যতা প্রমাণ করেছে। এখানে গালিবের একটি বিখ্যাত শের এবং পরবর্তী সময়ে সেই শেরকে কেন্দ্র করে অন্যান্য কবিদের ধারাবাহিক জবাব বা পোয়েটিক কনভার্সেশন দেওয়া হলো। লেখাটি চমৎকারভাবে সাজিয়েছেন শরীফ হাসান

১#
174699373_2925811790964019_6017694555564932145_n

২#
174602288_2925811794297352_585432753848131475_n

৩#
173819461_2925811780964020_4351030887644303591_n

৪#
173902520_2925811860964012_216536028398741650_n

৫#
173880399_2925811867630678_9132015941040253857_n

 

 

২২৭৬ পঠিত ... ০৯:২১, এপ্রিল ২৩, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top