পলাশ সাহার সুই*সাইড নোটের ফরেনসিক ব্যাখ্যা

৩৭৬২ পঠিত ... ১৫:৫৩, মে ১৪, ২০২৫


মো. মিরাজ হোসেন

পলাশ স্যারের নোট দেখে তার মাকে বেশি অপরাধী মনে হচ্ছে আমার, ওনার সম্পর্কে ভালো করে তদন্ত করা দরকার

হাতের লেখা বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক অবস্থা নির্ণয় করা যায়। হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস বা গ্রাফোলজির একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘Margin’ বিশ্লেষণ। মার্জিন থেকে বোঝা যায় ব্যক্তির past নাকি future এ বেশি focus করে এবং তার স্বাধীনচেতা এবং insecurity feeling কেমন। একটি ব্যক্তির হাতের লেখার মার্জিন যদি এলোমেলো হয়—যেমন কখনও দূরে, কখনও মাঝখানে, আবার দূরে চলে যায়—তবে তা নির্দেশ করে যে ব্যক্তিটি প্রথমে Independent মনোভাব নিয়ে শুরু করলেও কিন্তু পরে নিরাপত্তার খোঁজে থাকে ( insecurity feeling)। এখানে লেখকের ভেতরে একটি অনিশ্চয়তা বা অস্থিরতা বিরাজ করছে, যা লেখার বিন্যাসেই প্রকাশ পাচ্ছে।
শব্দের আকার ও লাইনের গঠন:
যদি শব্দগুলো বড় বড় আকারে লেখা হয়, তা বোঝায় যে লেখকের মধ্যে Attention Seeking Behavior রয়েছে। লেখার Baseline যদি বেশি Wavy হয়, বিশেষ করে Heavy Wavy বা শব্দ হঠাৎ উপরে নিচে অবস্থা করে লাইনে , তখন তা Emotional Instability বা চরম আবেগগত অস্থিরতার ইঙ্গিত দেয়।
এই লেখাটি উপরের দিকে আসতে আসতে Arcade Handwriting-এর রূপ নিচ্ছে, যা লেখকের মধ্যে একটি Protective Tendency বা নিজেকে এবং নিজের আবেগকে ঢেকে রাখার প্রবণতা প্রকাশ করে।অন্যদের প্রতি কেয়ারও বোঝা যাচ্ছে।
অক্ষরের গঠন ও বানান:
কিছু নির্দিষ্ট অক্ষর যেমন ‘যা’, ‘তা’, ‘ন’—এই অক্ষরগুলোর গঠন তুলনামূলক বড় এবং শেষের দিকটা মোটা বা স্পষ্টভাবে শেষ হয়েছে, যা প্রকাশ করে লেখক বেশি আশাবাদী এবং অতিরিক্ত প্রত্যাশা করে থাকেন অন্যদের থেকে। কিন্তু অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় হতাশার জন্ম দিতে পারে।


Ascending Baseline:
নোটে কিছু লাইন আছে যা উপরের দিকে উঠে যাচ্ছে, যেমন:
দিদি যেন কো-অর্ডিনেট করে
স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য
এই Ascending লাইনগুলোর মাধ্যমে লেখকের আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে। উনার দিদির উপর বিশ্বাস বা আস্থা অনেক।

সংবেদনশীল সম্পর্কের ইঙ্গিত:
নোটের প্রথম লাইনে লেখা ছিল—
আমার মৃ*ত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না
এখানে ‘মা’ শব্দটি একটু নিচে লেখা হয়েছে, যা Negative Emotion connection প্রকাশ করে।
অন্যদিকে, ‘বউ’ শব্দটি একটু উপরে ও ছোটো করে লেখা হয়েছে, যা তুলনামূলকভাবে বেটার সম্পর্কের ( Positive Emotional Connection) ইঙ্গিত দেয়।
তবে এখানে কাউকে এককভাবে দায়ী করা যাবে না।
আরেকটি লাইন ছিল—
কাউকে ভালো রাখতে পারলাম না
এখানে ‘ভালো রাখতে’ অংশটি Ascending এবং ‘পারলাম না’ অংশটি Descending, যা লেখকের ভেতরের হতাশা ও ব্যর্থতার অনুভূতি প্রকাশ করে।
লেখার গঠন ও ভঙ্গি:
লেখার Angular Formation ‘মা’ শব্দে কম থাকলেও ‘বউ’ শব্দে তা স্পষ্টভাবে এসেছে, যা ভিন্ন আবেগ প্রকাশ করছে।
তাছাড়া এ লেখাটির Consistency নেই, কখনও শব্দ বড়, কখনও ছোটো।
ই-কার, আ-কার ইত্যাদির Sharpness বোঝায় যে লেখকের খোঁচা মেরে কথা বলার স্বভাব থাকতে পারে।
বাংলা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এখনও গবেষণার প্রাথমিক স্তরে রয়েছে। এই লেখাতে কিছু ‘র’ অক্ষর বামদিকে ঝুঁকে রয়েছে, তা যদি ইংরেজি গ্রাফোলজির আলোকে এনালাইসিস করা হয়, দেখা যায় যে লেখকের মনোযোগ অতীতের দিকে রয়েছে।
হাতের লেখা একজন মানুষের মানসিক অবস্থা, আবেগ, সম্পর্ক ও প্রত্যাশার বিষয়ে অনেক কিছু বলে দেয়। উপরের এই লেখাটি বিশ্লেষণে এসকল তথ্যগুলো সহজেই বুঝা যাচ্ছে।
যারা আত্ম*হত্যা করে, তাদের নোটের মধ্যে নিচের বিষয়গুলো কমন পাওয়া যায়:
 1.⁠ ⁠অনেক বেশি চাপ দিয়ে লেখা (heavy pressure)
 2.⁠ ⁠হঠাৎ করে কোনো নির্দিষ্ট শব্দ বারবার উপরে বা নিচে অবস্থা করছে
 3.⁠ ⁠হাতের লেখার লাইন নিচের দিকে নেমে যাচ্ছে। (Descending Baseline)
 4.⁠ ⁠লাইনের শেষ শব্দ হঠাৎ করে নিচে নেমে যাওয়া।
 5.⁠ ⁠হাতের লেখা কখনও বাম দিকে, কখনও ডান দিকে (multi slant) কোণ করে লেখা।
 6.⁠ ⁠হাতের লেখা বা নিজের সাইনে অনেক কাটাকাটি থাকে। (Negative Pastosity)
 7.⁠ ⁠হাতের লেখা অনেক বেশি উপরে বা নিচে কানেকশন থাকে (deep or arcade connection)
 8.⁠ ⁠শব্দের শেষর অক্ষর বেশি টান দেওয়া থাকে (big ending stroke)
 9.⁠ ⁠যদি একাকিত্ব অনুভব করে তাহলে এক শব্দ থেকে অন্য শব্দের মধ্যে এবং এক লাইন থেকে অন্য লাইনের মধ্যে অনেক বেশি দূরত্ব থাকবে ( wide letter & line space)
10.⁠ ⁠হঠাৎ করে অক্ষর এর সাইজ বড় বা ছোটো হবে। (variable size)


বিশ্লেষক:
মো: মিরাজ হোসেন
পিএইচডি গবেষক, হস্তাক্ষর বিশ্লেষক, ফরেনসিক সাইকোলজিস্ট
পরিচালক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি এন্ড সাইন্স

৩৭৬২ পঠিত ... ১৫:৫৩, মে ১৪, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top