ফেসবুকের ওড়না

৯৩ পঠিত ... ১৩:০১, মার্চ ৩০, ২০২৫

23

লেখা: তানভীর সেলিম 

আলিফ অসম্ভব রেগে আছে। তার স্ত্রী রাইসা মেহমানদের সামনে মাথায় কাপড় দিয়ে আসেনি। মেহমানরা চলে যাওয়ার পর এই নিয়ে আলিফ রাইসার সাথে জেরা শুরু করে। তারপর তর্ক, এক পর্যায়ে মনমালিন্য। রাইসা রাগ করে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে।

আলিফ এক বহুপ্রতিষ্ঠিত কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। সোসাইটিতে তার বিশেষ ওজন আছে। এমন ওজনদার লোকের স্ত্রীর এই সামান্য কার্টিসিটুকু নেই যে মেহমানদের সামনে মাথায় কাপড় দিয়ে আসতে হয়? এটা কোনো কথা?

এত ওজনদার লোকের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে এও তো এক বিশাল বিড়ম্বনা। সেই পিআর প্রেশারে আলিফ রওনা হয়েছে শ্বশুরবাড়ি, রাইসাকে নিয়ে আসবে। মহাখালির জ্যামে গাড়ির ভেতর বসে বসে আলিফ মোবাইল স্ক্রল করছে। সোশ্যাল মিডিয়ায় পুরান টপিক নতুন ঘটনার মোড়কে, টপিক বুকের ওড়না, ঘটনা ওই সেম সেম বাট ডিফরেন্ট। এত ওজনদার লোক হয়ে এই বিষয়ে কিছু তো বলতেই হয়। যথারীতি, আলিফ এই টপিক শেয়ার করল। ক্যাপশনে লিখল, শালীনতা বা গ্রহণযোগ্যতা বুকের ওড়নায় হয় না, হয় শিক্ষায় এবং দৃষ্টিভঙ্গিতে।

শ্বশুরবাড়ি গিয়ে আলিফের তেমন কিছুই করতে হয়নি। শাশুড়ি নিজেই তার মেয়েকে ব্লেম করে আলিফকে রিকোয়েস্ট করে বলল, ওর একটু জেদ বেশি। তুমি তো বাবা বুঝদার, একটু আকটু ভুল করলে বুঝিয়ে দিও বাবা, তুমিও যদি জেদ করো তাহলে কীভাবে হবে!

রাইসা যথারীতি নিরুপায়, দুজনে গাড়িতে বসে চুপ করে মোবাইল স্ক্রল করছে। আলিফের পোস্টে টগবগে জ্ঞ্যানি ক্যাপশনে সবাই মুগ্ধতা ছড়াচ্ছে, আলিফ সেগুলোয় লাভ রিঅ্যাক্ট দিচ্ছে। আর পাশে বসেই রাইসা সেই একই টপিকে নিজেকে দেখছে নিরুপায় এবং কনজাস্টেড।

বি:দ্র: কাল্পনিক এই গল্প এক বিশাল বড় বাস্তব। আমরা ফেসবুকে সেটাই দেখাই যা ফেসবুক ফ্রেন্ডস দেখতে চায়। কিন্তু দেখি শুধুমাত্র সেটাই, যেটা আমরা দেখতে চাই।

 

৯৩ পঠিত ... ১৩:০১, মার্চ ৩০, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top