দেশজুড়ে চলছে সালামি কর্মসূচি। যে যেখানে সুযোগ পাচ্ছে সালামি চেয়ে নিচ্ছে। কোনো বাছ-বিছার করছে না। সিনিয়ররাও সালামি দিতে করছেন না কোনো প্রকারের অলসতা। এই সালামি ফেস্টিভ্যালে এবার গা ভাসালেন প্রাণীদের ফেসবুকের জনপ্রিয় প্ল্যাটফর্ম প্রাণীcool. প্রাণীcool-এর হাতি, কুকুর, বিড়াল, পাখিরা সবাই মিলে নেমেছে সালামি অভিযানে। নিজেদের বন্ধুদের ফেসবুকে মেনশন করে করে সালামি চাচ্ছে তারা।
সালামি ফেস্টিভ্যালের পরিকল্পনার অংশ হিসেবে গাছ, মাঠ -ঘাট, দোকান, জুতার বাক্স, রাস্তা, এমনকি গৃহে পালিত নেতৃস্থানীয় প্রাণীরা আয়োজন করে এক ভার্চুয়াল বৈঠকের যার নাম ছিল, বন্ধুদের থেকে নেব সালামি! বৈঠকে তারা সর্বসম্মতিক্রমে নিন্মে বর্ণিত সিদ্ধান্তে উপনীত হয়,
রমজান মাসে তো সবাই রোজা রাখে। দোকানপাট থাকে বন্ধ। আমাদের অনেক কষ্ট হয়। দিনশেষে তো মানুষরাই আমাদের বন্ধু। এই মাসে রোজা রেখেও অনেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিয়েছে। ঐ সময়টা আমাদের ও ইচ্ছে হয় তাদেরকে জড়িয়ে ধরতে, কিন্তু আমরা তো অনেক কিছুই পারি না। সালামি পেলে কেমন লাগে আমাদের জানা নেই। তাই এবার প্রাণীcool-এর মাধ্যমে আমরা সালামি চাইবার সিদ্ধান্ত নিচ্ছি।
তখন দুষ্ট কুকুর হিসেবে খ্যাত গুলিস্তানের পাতি নেতা বাঘা বলে ওঠে, আমাদের তো ভোটার আইডি নাই, কোনো অ্যাকাউন্টও নাই। আমাদের সালামি কে দেবে? দেবে না দেবে না। থাকবে না এই সালামি ট্রেন্ড, টিকবে না, সফল হবে না এই...
ওর কথা শেষ হবার আগেই ভুয়োধ্বনি দিয়ে ওকে সবাই থামিয়ে দেয়। ছোটো বিড়াল পিকলু বলে, আঙ্কেল তা পঁচা কতা বলে। সবাই ঠিইইইইক বলে সমর্থন দেয় পিকলুকে। আমাদের হয়ে সালামি নেবে আমাদের মানুষ বন্ধুরা, কষ্ট স্বীকার করে আমাদের জন্য যারা কাজ করে তারা—মেধাবী বিড়াল হারমোনির এ কথায় দ্বিগুণ স্বরে সবাই বলে, ঠিইইইইইক!
সাফারি পার্কের ওয়াইফাই মাত্র কানেক্ট করে হাতিদের দলনেতা শাহেনশাহ জানায়, পাইলট প্রজেক্ট হিসেবে জয়া আহসানের কাছে আগে চিঠি দাও। ওনাকে আমার বিশেষ পছন্দ, সেই ছোটো থেকে ওনাকে দেখে আসছি, আমার ক্রাশ...
তাদের সালামি অভিযান শুরু হয় জয়া আহসানকে মেনশন করে সালামি চেয়ে পোস্ট দেওয়ার মধ্য দিয়ে। ২৭ মার্চ একটি ফেসবুক পোস্টে প্রাণীcool জয়া আহসানকে উদ্দেশ্য করে লিখেন,
প্রিয় Jaya Ahsan আপু,
আমরা এই চিঠিটা লিখছি আপনার কাছের বন্ধু হিসাবে, একটা আবদার নিয়ে। এই ঈদে আমরাও আপনার কাছ থেকে সালামি চাই। আমাদের তো বিকাশ অ্যাকাউন্ট নেই। তাই আশা করি, আমাদের নিয়ে কাজ করে এমন কোনো সংগঠনে সালামি বিকাশ করে আমাদের ঈদটাকেও আনন্দময় করে দেবেন।
শুভেচ্ছান্তে,
প্রাণীCool
প্রাণীcool-কে এই মেসেজের রিপ্লাইও দিয়েছেন জয়া আহসান। পোস্টের জবাবে তিনি লিখেন, অবশ্যই। মানে বুঝা যাচ্ছে জয়া আহসান প্রাণীcool-কে সালামি দেবেন।
শুধু জয়া আহসানকে নয়, পরিমণির কাছেও সালামি চেয়ে পোস্ট করেছে প্রাণীcool। পাশাপাশি সালামি চেয়েছে বিকাশ ও গ্রামীনফোনের কাছেও। গ্রামীনফোন রিপ্লাই দিয়ে জানিয়েছে, তারা প্রাণীcool বন্ধুদের ঈদের সালামি দেবে।
প্রাণীcool-এর বন্ধুদের বিকাশ নাম্বার নেই। তাহলে তাদের সালামি কীভাবে দেবেন? প্রাণীদের নিয়ে কাজ করে এমন যেকোনো অর্গানাইজেশনে আপনার অনুদানই হবে প্রাণীcool-এর সালামি।
পাঠকের মন্তব্য