টিএসসিতে দাঁড়াতে দিলিনে, এখন এসেছিস জন্মদিন কত্তে? বেঈমানের বেঈমান: একান্ত সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ

২১১ পঠিত ... ১৬:১১, মে ০৮, ২০২৩

Tagore-sakkhatkar

আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। নানান জায়গা থেকে নানান মানুষ তাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু কেমন লাগছে আমাদের কবিগুরুর এই শুভেচ্ছাবার্তা? তার এই কাল্পনিক সাক্ষাৎকার পড়লেই জানতে পারবেন।

প্রতিবেদক: ১৬২-তে পা দিয়ে দিলেন গুরু। কেমন লাগছে আপনার?

রবীন্দ্রনাথ: আমায় তোরা গুরু ডাকিতে আসবিনে। তোদের মুখ থেকে গুরু ডাক শুনতে আমি আর চাইনে।

প্রতিবেদক: আপনি এমন রেগে আছেন কেন? কী হয়েছে আপনার? জন্মদিনের দিনে মন-মেজাজ রাখতে হয় ফুরফুরে।

রবীন্দ্রনাথ: তোরা আমায় শেখাবি মন ফুরফুরে রাখা? আমি গিয়েছিলুম না? তোদের টিএসসির মোড়ে দাঁড়িয়েছিলুম না ভালোবেসে? থাকতে দিলি আমায়? দাঁড়াইতেই তো দিলিনে।

প্রতিবেদক: আমরা জানি, আপনার সাথে খুব খারাপ হয়েছে। কিন্তু, আমরা সবাই তো করিনি…

রবীন্দ্রনাথ: চুপ থাক। তোরা সবাই মিলেই করেছিস। আমার কি জায়গা হতো না ওখানে? ছিলেম তো দিব্যিই। উঠিয়ে ফেলে দিলি। না খুঁজে পেলুম নিজেরে, না খুঁজে পেলুম আমার মস্তক। এখন এসেছিস ভালোবাসা দেখাতে? তোদের এই ভালোবাসা আমি দেখতে চাইনে। তোরা বেঈমানী করেছিস। সবগুলো বেঈমান! আমি তোদের সাথে কথা বলতেই চাই না। আর যাব না তোদের ওদিকে। আমি এই পরকালেই দিব্বি আছি!

 

কবির এমন রাগ্বত চেহারার জন্য আমাদের প্রতিবেদক প্রস্তুত ছিল না। সে মুহুর্তের মধ্যে ওই জায়গা ত্যাগ করে ফেলে বলে আমরা আর কিছু জানতে পারিনি।

২১১ পঠিত ... ১৬:১১, মে ০৮, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top