সময় ও স্রোতের উচিত বাঙালির জন্য অপেক্ষা করা: একান্ত সাক্ষাৎকারে নোয়াম চমস্কি

৪৪৬১ পঠিত ... ১৮:০৫, জুন ২৩, ২০২১

দার্শনিক, ভাষাবিদ, সক্রিয় রাজনৈতিক কর্মী- এমন নানান পরিচয়ে পরিচিত নোয়াম চমস্কি। ২৩ জুন (বাংলাদেশ সময়) টি-কাপ নামের একটি অনলাইন প্লাটফর্মে ইন্টারভিউ দিতে আসেন বর্তমান সময়ের অন্যতম এই বুদ্ধিজীবী। কিন্তু সঠিক সময়ে এসেও আয়োজকদের জন্য ১ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে।

chomski time and tide bd

সুযোগ বুঝে আমরাও এরপর নিয়েছি নোয়াম চমস্কির একটি কাল্পনিক সাক্ষাৎকার। তবে এই সাক্ষাৎকারে এক ঘন্টাও নয়, প্রায় দেড় ঘন্টা লেটে ঢোকেন এই বুদ্ধিজীবী। কিছু আগেই সময়মতো এসে অপেক্ষা করা চমস্কি লেটে কেন এলেন? জানালেন তিনি নিজেই। এছাড়াও এমন অভিজ্ঞতার পর বাংলাদেশিদের সম্পর্কে পাওয়া বেশ কিছু আধ্যাত্মিক ধারণার কথাও জানালেন তিনি।

জানালেন, অপেক্ষার সেই ১ ঘন্টা সময় বাংলাদেশিদের নিয়েই ভেবেছেন চমস্কি। লেটে শুরু হওয়া ইন্টারভিউয়ের এক পর্যায়ে চমস্কিকে 'আই এম এফ্রেইড' বলতে শোনা যায়। এই প্রসঙ্গেই চমস্কি বললেন, 'খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশে এটাই নিয়ম। এখানে সবকিছুই লেটে শুরু হয়। ভুলটা আসলে আমারই। একদম বোকার মত কাজ করে ফেলেছি। আমারই ১ ঘন্টা দেরি করে আসা উচিত ছিলো। সেজন্যই ভয়টা পেয়েছি, সময়মত চলে আসার অপরাধে আবার কেউ না বকাঝকা শুরু করে।'

নানান ক্লাসিক বাণী দেয়া এই দার্শনিক বাংলাদেশিদের বিষয়েও করেছেন একটি দারুণ উক্তি- 'সময় ও স্রোতের যদি আসলেই অপেক্ষা করার রীতি থাকতো, তাহলে তারা কেবল বাংলাদেশিদের জন্যই অপেক্ষা করতো।'

ভবিষ্যতে বাংলাদেশিদের কাছে ইন্টারভিউ দেয়ার আগে তাদের সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিবেন বলেও জানান এই দার্শনিক। তিনি বলেন, 'ভ্যালু অফ টাইম রচনাটাটি ছোটবেলায় পড়েছি। ভুলে গেছি। সেজন্যই আসলে বুঝে উঠতে পারি নাই। পরের বার এই রচনা মুখস্ত করেই ইন্টারভিউ দিতে আসবো।'

নিজের আরো বেশ কিছু ভুল নিয়েও আলোচনা করেন চমস্কি। বিশেষ করে ইন্টারভিউয়ের লিংকে ঢোকার আগে আয়োজকদের ফোন দিয়ে 'ঢুকলাম ভাই' না বলা কিংবা কাউকে না পেয়ে আবারো ফোন না করার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।

৪৪৬১ পঠিত ... ১৮:০৫, জুন ২৩, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top