এবারের ইদ ফ্যাশন

২৪২ পঠিত ... ১৭:০৪, মার্চ ১২, ২০২৫

21 (6)

পুরোদমে শুরু হয়েছে ইদের কেনাকাটা। মার্কেটে মার্কেটে ভীড়। নতুন ফ্যাশন কী চলছে, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে প্রতিটি মানুষের মনে মনে। সাময়ের সাথে তাল মিলিয়ে প্রতিবছরের মতো এবারও বাজারে আসলো নানান ধরনের ফ্যাশন। তা নিয়েই আজকের eআরকি।

 

নতুন কী পোশাক আসলো বাজারে?

বাজার ঘুরে দেখা যায়, এবার দরবেশ বাবার লুঙ্গীর দিকে তরুণদের ঝোঁক একটু বেশি। জুলাই অভ্যূত্থানের পরে পালিয়ে যাওয়ার সময় এই লুঙ্গি পরেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। সালমানের লুঙ্গির পাশাপাশি আনিস ভাই মার্কা লুঙ্গির কাটতিও উপরের দিকেই।

তরুণদের মাঝে জনপ্রিয় হাসনাত জার্সি। সবুজ রংয়ের উপর কালো স্ট্রাইপের এই জার্সি পরে পরেই জুলাইয়ের সময়টা কাটিয়েছেন হাসনাত। শোল্ডারে সাদা স্ট্রাইপে ও বুকের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্ভলিত এই জার্সির জন্যও লাইন ধরেছেন তরুণর-তরুণীরা।

এছাড়াও সারজিস পাঞ্জাবির চাহিদাও আছে ব্যাপক।

 

চুল ও দাঁড়ির কাটে কী আছে ট্রেন্ডে?

চুল দাঁড়ির কাটেও জনপ্রিয় দরবেশ। সেলুনগুলোতে গিয়ে দেখা যায়,সালমান এফ রহমানের দরবেশ ম্যাকওভারের পোস্টার ঝুলছে দেয়ালে দেয়ালে। তরুণরা তাদের লম্বা দাঁড়ি কেটে হয়ে যাচ্ছেন দরবেশ।

জনপ্রিয় চুলের কাটে দখন আছে জুনায়েদ আহমেদ পলকেরও। গাজনির মিশেলে চুলের এই কাতে আগ্রহ তরুণদের। অনেক তরুণ জানাচ্ছেন, বাসা থেকে এই কাট দিতে নিষেদ করলেও তারা মানছেন না। এমনই একজন বলেছেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন।

যে যাই বলুক, লড়াই করে হলেও পলক কাট এবার দেবই দেব।

২৪২ পঠিত ... ১৭:০৪, মার্চ ১২, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top