লিটফেস্ট বিষয়ে বিকল্প প্রস্তাব: টিকিটের মূল্য এত কম কেন?

১৯০ পঠিত ... ১৭:১৫, ডিসেম্বর ২৯, ২০২২

লিটফেস্ট-বিষয়ে-বিকল্প-প্রস্তাব

ফেসবুকের সবচে র‍্যাডিকেল ইম্প্যাক্ট কী জানেন?

যেকোনো বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন দেয়ার কনফিডেন্স দেয় ফেসবুক।

ধরেন, কী বিষয়ে বলতেছি, কোনো আইডিয়াই নাই অথচ আত্মবিশ্বাসের সাথে মতামত দিতে পারি। এইটা ফেসবুক না থাকলে সম্ভব হইতো না।

লিটফেস্ট ইস্যুতেও ১জন সাহিত্যকর্মী হিসেবে তাই এক্সপার্ট অপিনিয়ন দেয়াটা দায়িত্ব মনে করতেছি। হিয়ার'স মাইন।  

লিটফেস্টের টিকিটের দাম নিয়া আপত্তি উঠছে।

আমি মনে করি এই আপত্তি অযৌক্তিক। টিকিটের দাম বরং কম হইছে। ১০ হাজার না, দাম আরও বেশি রাখা উচিৎ ছিল।

পয়সাওয়ালারা তাদের নিজেদের সাবকালচারের জন্য ফেস্টিভাল করবে না?

অবশ্যই করবে। 

সব আয়োজন গরিবি '১০ টাকায় চা চপ সমুচা'' টাইপ কেন হইতে হবে? 

১৯০ পঠিত ... ১৭:১৫, ডিসেম্বর ২৯, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top