যে কারণে কোরিয়ানরা বাংলাদেশিদের রোজা রাখার বিষয়টা বুঝতেই পারে না

৬১১৪ পঠিত ... ১৩:৩৪, মে ১০, ২০২০

 

কোরিয়ানদের কাছে রোজা এক বিস্ময়ের নাম!
'সারাদিন না খেয়ে থাকতে হবে! কিন্তু কেন?'

এই না খাওয়া নিয়ে তাদের আরো মজার মজার প্রশ্নও আছে। তারা যে প্রশ্নগুলো করে:
-পানিও খাওয়া যাবে না?
-সিগারেটও না?
-লুকিয়ে যদি খাও?
-যদি শাওয়ারে ঢুকে পানি খাও?

রোজাদার বাঙালি অনেক হেসে ফের জবাব দিলেন:
শাওয়ারে ঢুকে লুকিয়ে কেন খাবো? আমি তো ইচ্ছা করলে বিরিয়ানি রেঁধে ঘরে বসেই খেতে পারি! কিন্তু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছুই খাই না। এটা মহান আল্লাহ তায়ালার নির্দেশ। এতে আমরা অভ্যস্ত।

তখন শুরু হয় বিস্ময়ের আরেক ধাপ! আবারও এক গাদা প্রশ্ন:
-কেন খাও না?
-অদৃশ্য খোদা বলেছেন বলে?
-তিনি দেখতে পাবেন বলে?
-তোমাদের এতো সংযম!
-এতটাই আত্মনিয়ন্ত্রণ!!

এরপর কোরিয়ানরা যে দুটো প্রশ্ন করে তাতে কী বলবেন ভাবতে থাকেন রোজাদার বাঙালি-
-তবে তো নিশ্চয়ই তোমাদের দেশে কেউ মিথ্যা বলে না, ঘুষ খায় না, কেউ পাপ করে না!
-পুলিশও লাগে না!

রোজাদার বাঙালি ভাবতে থাকেন, কিন্তু মস্তিষ্ক হতে কোন উত্তর বের হয় না…

(লেখাটি সংগৃহীত। মূল লেখক কে জানতে আমরাও আগ্রহী)

৬১১৪ পঠিত ... ১৩:৩৪, মে ১০, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top