তাপ্পর ছেলেতা একতা খেলনা বন্দুক নিয়ে পেলেনে উঠে গেলো...

২৪৭৯ পঠিত ... ১৬:৩৬, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

: তাপ্পরে কি হইসে শুনো না... 
বঅ অ অ ড় একতা পেলেনে অনেক মানুষ উটসে। তাপ্পর পেলেন্তা ভোঁওও করে উড়ে আকাশে উটে গ্যাছে। তাপ্পর পেলেনের মানুষ দেখে কি একতা লোক খুব লেগে গেছে। লোকতা তো আসলে খালাপ লোক। তাল কাছে আবার বুন্দুক ছিল । বড় একটা বন্দুক। লোকটা না, লেগে গিয়ে পেলেনের মদ্দে ধুম ধুম করে, গুলি মেলে দিছে। তাপ্পর সবাই অনেক ভয় পাইসে। বাবুরা কান্না কয়ে দিসে।

: লোকটার হাতে বন্দুক কিভাবে এলো ? প্লেনে তো বন্দুক নেয়াই যায় না ।

: উফফ শুনো না। লোকতা দুকান থেকে কিনে নিসে তো বন্দুক । পেলেনে ব্যাগ নিসিলো যে ওইটার ভিতরে লুকায় নিসিলো।

: তখন পেলেনের পাইলট বুঝসে কি, খালাপ লোকটা একটা দাকাত। তখন সে বুদ্দি বের কসসে। সে খালাপ লোকতাকে বলসে তুমি কি চাও? লোকটা বলসে আমি সেকাছিনার সাথে দেখা কত্তে চাই ।
তাপ্পরে পাইলট কি কসসে, তার সাথে অনেক সুন্দল করে কতা বলতেচে। লোকতা তো বুঝেই নাই পাইলত যে চালাকি কত্তেসে।

: শেখ হাসিনার সাথে দেখা করার জন্য সে বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল?

: শুধু সেকাসিনা না তো । সে বলসে সে নায়িকার সাতেও দেখা কত্তে চায়। তার ওয়াইপের সাতেও দেখা কত্তে চায়। পিজা খাইতে চায়। সে বলসে সে আর হোমওয়ার্ক কত্তে চায় না। স্কুলেও যাইতে চায় না। মানে সে শুধু বন্দুক নিয়াই মারামারি খেলতে চায়।
তাপ্পরে পেলেনতা যখন চত্তগাম গেসে পাইলত লোকতাকে বলসে কি, তুমি আমার সাতে পেলেন চালানো দেকবা ? লোকতা বলসে কি , হ্যা দেকবো তো। তকন পাইলত লোকতাকে পেলেন যেখান দিয়ে চালায় ওখানে নিয়ে গেচে। আর পেলেন সব মানুষগুলা বুদ্দি বের করে জানলা দিয়ে দিয়ে নেমে পেলেনের পাংখা দিয়ে পলায় গেছে হি হি হি হি । কি বুদ্দি দেখসো? 
তাপ্পরে পুলিস আসছে।

পুলিস এসে খালাপ লোকটাকে বলসে হ্যান্সাপ ! লোকটা কতা শুনে নাই তক্ক কসসে। তাপ্পর পুলিস লাগ করে ঢুশ ঢুশ করে গুলি মেয়ে দিসে। লোকটা পকাত করে মরে গেছে। তাপ্পরে সবাই দেখে কি লোকতার কাছে আসলে একটা খেলনা পিস্তল ছিল । হিহি হিহি।
লোকটা আসলে সবাইকে বুকা বানাইসে।
তাপ্পরে পুলিশ টিভিতে বলসে, এখন আর কোনো ভয় নাই ।

: সব শুনলাম। এখন ঘুমাও। আর বানায়ে বানায়ে গল্প বলতে হবে না। কাল সকালে স্কুল আছে । গুড নাইট বেবি...

২৪৭৯ পঠিত ... ১৬:৩৬, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top