গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক বলায় ছাত্রশিবিরের ওপর ক্ষেপে গিয়ে অনন্ত জলিল বললেন, হোয়াট দ্য পাক, সে যদি গ্রেট হিরো হয় তাহলে আমি কী?

১০ পঠিত ... ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে

ছাত্রশিবিরের পত্রিকা ছাত্র সংবাদ কয়েকদিন আগে একটি লেখা পাবলিশ করে। যেখানে রাজাকারকূলের শিরোমনি গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক বলে আখ্যায়িত করা হয়! এই ধরনের ট্যাগে রীতিমত রেগে ফায়ার হয়ে গেছেন বাংলাদেশের আরেক মহানায়ক অনন্ত জলিল। নিজের এক বক্তব্যে তিনি রেগে গিয়ে বলেন, গোলাম আজম যদি হিস্টোরির গ্রেট হিরো হয় তাহলে আমি কী? আই এম হোয়াট? আমি কি গেরেট হিরো না?

এই ধরনের উপাধী দেওয়ার আগে ছাত্রশিবিরকে খোঁজ-খবর নিয়ে কাজ সারতে বলেন জলিল! তিনি বলেন, এই দেশের সিনেমার জন্য আমি কী না করছি! ১০০ কোটি বাজেটের সিনেমা দিয়েছি। নিজে নায়ক, নিজেই গায়ক, নিজেই হয়েছি পরিচালক, প্রযোজক! এমনকি প্রোডাকশন বয়ের কাজও আমি করছি। তাহলে আমি গেরেট হিরো না হয়ে গোলাম আজম কীভাবে গেরেট হিরো হয়! আর ছাত্রশিবির কিডিং? তারা কি থিয়েটারে গিয়ে আমার মুভিগুলো দেখেনি! 

অনন্ত জলিলের মুভি দেখার জন্য দরকার হলে ফ্রিতে স্টার সিনেপ্লেক্সের শো-এর ব্যবস্থা করবেন বলেও জানান জলিল।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক রুবেলও। তিনি বলেন, এদেশে ক্যারাটে ঘরানার ছবি আমি শুরু করেছি! তাহলে কীভাবে গোলাম আজম ইতিহাসের মহানায়ক হয়! এদেশে মহানায়ক হওয়ার কেউ যোগ্য হলে সেটা একমাত্র আমি! 

বলেই তিনি দুইটা কুংফু মেরে নিজের স্কিল দেখান!

১০ পঠিত ... ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top