অপারেশন দাড়িসুন্দর 

২২ পঠিত ... ৩ ঘন্টা ২৫ মিনিট আগে

ভারতের কাছ থেকে আফগানিস্তান অনেক বিষয়ে আলোকিত হতে পারবে বলে মনে হয়।

পালকি শর্মা উন্নয়নে আফগানিস্তান সিরিজের মাধ্যমে দেশটির ব্র্যান্ডিং করতে পারবে।

আদিত্য যোগী আফগানিস্তানকে উপহার দিতে পারে কাস্ট সিস্টেম। যেখানে সে বলতে পারে, আফগানিস্তানের মুসলমান ও ভারতের হিন্দু উভয়েই আর্য। কিন্তু ভারতের মুসলমানরা অনার্য।

রিপাবলিক টিভিতে অর্ণব গোস্বামী লাইভ দেখাতে পারবে, কীভাবে তালিবানেরা দখল করে নিচ্ছে পাকিস্তানের বিভিন্ন শহর। ময়ূখ রঞ্জন অট্টহাসি দিয়ে বলছে, পাকিস্তান থাকবে না।

ভারত আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হর্ষ বর্ধন শ্রিঙলাকে পাঠিয়ে লাইলাতুল ইলেকশন করে তালিবানদের চিরস্থায়ী বন্দোবস্ত সূচিত করতে পারে।

বলিউডের নতুন স্পাই মুভি খুফিয়া থ্রিতে শাহরুখ খান রশিদ খানকে সঙ্গে নিয়ে আমেরিকাকে কাঁপিয়ে দেবার গল্প বলতে পারেন।

কাবুলে ভারতের বুদ্ধিবৃত্তিক পরামর্শে ১৫১ জন বিশিষ্ট নাগরিকের প্রশিক্ষণ দেওয়া যাবে, যারা হাজার হাজার বছরের আফগান সংস্কৃতির ঠিকাদার হয়ে উঠবেন। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যৌথভাবে পহেলা রোশনাই নামে পত্রিকা প্রকাশিত হবে যাদের আলোয় আফগান জাতির ইতিহাসের বয়ান তৈরি হবে। ফার রাইট তালিবানের গৃহপালিত বিরোধীদল হিসেবে ফারলেফট সিপিএ তৈরি হবে।

১৫১ জন বুদ্ধিজীবী বিবৃতি দেবেন, ভারত যেহেতু প্রগতিশীলতার পরশমণি, তার সাহচর্যে তালিবান লীগ এখন অসাম্প্রদায়িক একটি দল।

এআর রহমান কাবুলে  কনসার্ট করতে গেলে উপস্থাপিকা কঙ্গনা রানাউত কালো ওড়না মাথায় দিয়ে বলবেন, কাবুলের হিজাবি মেয়ে আর দিল্লির সংস্কারি মেয়ে আসলে দুই বোন।

এর মধ্যে বলিউড স্পাই মুভির মাধ্যমে শাহরুখ খান করাচি বিজয় করে বোম্বে প্রেসিডেন্সিতে যুক্ত করবে। লাহোর এসে পড়বে বৃহত্তর পাঞ্জাবে। সম্মিলিত কাশ্মীরে ভারতের পতাকা ওড়াবে দীপিকা পাডুকোন। রশিদ খান বালুচিস্তান ও খায়বার পাখতুন খোয়া বিজয়ের মাধ্যমে আফগানিস্তানে যুক্ত করবে।

শেষ দৃশ্যে  সংসদ ভবনে টাঙানো অখণ্ড ভারতের মানচিত্রের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলবেন, মোগাম্বো খুশ হুয়া।

অর্ণব গোস্বামী লাইভ শোতে বলবে,  আছে নাকি কোনো কংগ্রেস, আসন্ন নির্বাচনে বিজেপির সামনে দাঁড়াতে পারবে! কোনো আসন কি তারা পাবে আর!

মোদি তখন অখণ্ড ভারতের মানচিত্রের সামনে দাঁড়িয়ে বলছেন, আগলে বার চারশো পার।

২২ পঠিত ... ৩ ঘন্টা ২৫ মিনিট আগে

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top