ড্রাইভারদের নিয়ে ১০টি কৌতুক দ্যাট উইল ড্রাইভ ইউ ক্রেজি

৫৪৭৭ পঠিত ... ০২:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০২০

 

১#
পর্যটকদের একটা বাস হাইজ্যাক করল কিছু লোক। পর্যটকরা সব ভীত-সন্ত্রস্ত। গেটের কাছে পিস্তল হাতে দাঁড়ানো লোকটি ড্রাইভারের পেছনে বসা পর্যটককে নাম জিজ্ঞেস করল

: আপনার নাম?

: জুলেখা।

: জুলেখা? জুলেখা আমার মায়ের নাম। ওহ মায়ের কথা মনে পড়ে গেল। ঠিক আছে আপনি নেমে যান। গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দেয়া হল।

: আপনার নাম?

দ্বিতীয় আরেকজনকে জিজ্ঞেস করলো সন্ত্রাসী।

: মোকাদ্দেস আলী। তবে লোকজন আদর করে জুলেখা বলে ডাকে।

 

২#
দুধ বহনকারী গাড়িটা অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেল। দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল।

ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ির ড্রাইভারকে বললেন, এজন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে। ক্ষতিপূরণ চাইবে?

: জি।

: তুমি তো গরিব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর আমি পাঁচ টাকা দিলাম, এখন অন্যদের কাছ থেকে আরো কিছু কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার।

কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন।

একজন পথিক আপন মনে বলে উঠল, কে এই ভদ্রলোক?

ড্রাইভার বলল, ‘আমার মালিক।’

 

৩#
ভোরবেলায় রাস্তায় গাড়ি থামিয়ে এক পুলিশ অফিসার সে গাড়ির চালককে জানাল যে, সে দিনের প্রথম ‘সিটবেল্ট পরিধানরত গাড়িচালক হিসেবে নিরাপত্তা দিবসে দশ হাজার টাকা পুরস্কার পেতে যাচ্ছে। পুলিশ অফিসার সাধারণ কৌতূহলে জানতে চাইল: তুমি এই টাকা দিয়ে কী করবে?

চালক চোখ বুজে বলল, ‘এই টাকায় ড্রাইভিং টেস্ট দিয়ে এবার আমি সত্যিকারের একটা লাইসেন্স নেব।’

 

৪#
এক লোক নতুন গাড়ি কিনেছে কিন্তু কীভাবে বন্ধুদের বলবে বুঝতে পারছে না। তো একদিন বলে বসল—

: বুঝলি পা দুটোর উপর ঘেন্না ধরে গেছে।
: কেন?
: সব সময় এক পা এক্সিলেটরে আর এক পা ব্রেকের ওপর ফেলে রাখতে হয়।

 

৫#
দুই গাড়ির ড্রাইভার গল্প করছে—
: কী রে, মাঝখানে শুনলাম তোর চাকরি যায় যায় অবস্থা হয়েছিল। তা কী করে সামলে নিলি?
: এ আর কঠিন কী? অ্যাকসিডেন্ট করে গাড়ির দামি উইন্ডশিল্ড ভেঙে ফেললাম।
: কী?
: হ্যাঁ! তারপর বস বলল আগামী তিন বছরে ওই টাকা আমার বেতন থেকে কেটে রাখবে! তিন বছরের জন্য চাকরি পাক্কা।

 

৬# .
এক লোক নতুন গাড়ি কিনেছে। গাড়ির প্রতি খুব মায়া। এই সময় তার এক বন্ধু এসে গাড়িটা চেয়ে বসল।

: তোর গাড়িটা একটু দিবি?
: ইয়ে মানে ড্রাইভার নাই তো ছুটিতে।
: অসুবিধা নাই আমি একটু একটু চালাতে পারি।

 

৭#
: মেয়েরা ভালো গাড়ি চালায়, না ছেলেরা?
: অবশ্যই মেয়েরা।
: কেন?
: কারণ ওরা স্বামীর মতো একটা বাজে জিনিস যখন চালাতে পারে, তাহলে গাড়ির মতো অত্যাধুনিক একটা জিনিস কেন ভাল চালাতে পারবে না?

 

৮#
সদ্য কার অ্যাক্সিডেন্ট হওয়া একজনের সাথে তার এক বন্ধুর দেখা...

: তোর গাড়ির দুদিকে দু রঙ কেন?
: অ্যাক্সিডেন্টের পর যখন কেস হয় তখন যে মজাটা হয় না! একেক জন একেক রঙের গাড়ির কথা বলে...হে হে!

 

৯#
প্রফেসর ক্লাস-টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণ জানতে চাইলেন দুই ছাত্রের কাছে। তারা বলল, রাস্তায় গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল তাই সময়মমো আসতে পারিনি, স্যার। প্রফেসর বললেন, আগামী পরশু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। দুই বন্ধু খুব ভালো প্রস্তুতি নিল পরীক্ষার জন্য।

পরীক্ষার সময় প্রফেসর দু’জনকে দুরুমে বসিয়ে দিলেন প্রশ্নপত্র দিয়ে। প্রশ্ন খুলে তারা দেখল দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটির নম্বর মাত্র পাঁচ। প্রশ্নটি হল—অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কী হয়? দ্বিতীয় প্রশ্নটির নম্বর ৯৫। প্রশ্নটি হল— কোন চাকা পাংচার হয়েছিল?

 

১০#
বাড়ি ফিরেই এক লোক দেখত পেল তার স্ত্রীর হাতে, মাথায় ব্যান্ডেজ। সে ছুটে তার কাছে গিয়ে বলল, ‘কী হয়েছে জানতে চাই’।

: গাড়ি এক্সিডেন্ট করেছি...সকালে ঘরের কিছু কেনাকাটা করতে বেরুচ্ছিলাম, স্ত্রীকে থামিয়ে দিয়ে স্বামী উত্তেজিত হয়ে বলল, ‘এত বিস্তারিত বলার প্রয়োজন নেই, এখন কী অবস্থা বল?’

স্বামীকে তার ব্যাপারে এত চিন্তিত হতে দেখে খুশি হয়ে স্ত্রী বলল— ‘আরে এত দুশ্চিন্তার কিছু নেই, মাথায় দুটো সেলাই পড়েছে আর কব্জি সামান্য একটু মচকে গেছে। অবশ্য ডাক্তার বলেছে....

এবার স্বামী আগের চেয়েও জোরে চিৎকার করে উঠল, ‘আরে তোমার কথা কে জিজ্ঞেস করল? গাড়ির কী অবস্থা সেটা বল!’

 

৫৪৭৭ পঠিত ... ০২:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top