আমির হামজা হুজুরের কাছে শিক্ষা নিয়েই ডাহা মিথ্যা বলা শিখছি

১৩ পঠিত ... ১২ ঘন্টা ১৭ মিনিট আগে

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক বক্তার জন্য বেঁধে দেওয়া পনের মিনিট(সাধারণত)সময়ের সীমা-পরিসীমা-ব্যাস কিংবা ব্যাসার্ধ সব মিথ্যা প্রমাণ করে প্রায় ৫৭ মিনিট ধরে টানা বক্তব্য দেওয়ার মাধ্যমে ‌এমন অনুষ্ঠানে  দীর্ঘ সময় ধরে বক্তৃতা করার রেকর্ড গড়েছেন তিনি। এমন দারুণ ব্যাপারেও বাঁধা হয়ে দাঁড়াল সেই কুখ্যাত ফ্যাক্ট চেকার। ভুয়ো-ধ্বনি ছাড়াই তারা জানায়, এমন বক্তব্যে নাকি অনেক কিছুই ডাহা মিথ্যা।

এ ব্যাপারে মতামত জানাতে গিয়ে এক ফেক অ্যাকাউন্ট থেকে ট্রাম্প বলেন, শুধু সময়টাই দেখল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্ট জাতিসংঘে এত সময় ভাষণ দিতে পেরেছে কি? এমন একটা মঞ্চে এত মানুষের সামনে ধুপ করেই ডাহা মিথ্যা বলার হ্যাডম কি সবার আছে? না। আছে শুধু আমার আর আমার গুরুর।

ট্রাম্পেরও গুরু থাকতে পারে? কে সেই মহামানব? কে সেই কথার তুবড়ি ছেটানো মনের অন্তরিক্ষে হৃদয়ে গেঁথে দেওয়া 

বাকস্বাধীন সাহসী পুরুষ? কে? কে?

সাংবাদিকদের এমন প্রশ্নে খানিক হেসে গাল ৩৩ ডিগ্রী বাঁকিয়ে শ্রদ্ধা ভরে জানান তার গুরু আমির হামজা। ট্রাম্প এও বলেন, শুধু গুরুর পছন্দ বিধায় রাশমিকা মান্দানার সিনেমা দেখি, আবেগ ভরে রং-এর দিকে তাকাই! বলে ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে ১০ মিনিট তাকিয়ে থাকার পর সাংবাদিকদের ডাকে সম্বিৎ ফিরে পেয়ে জানান, দেখুন মিথ্যা বলা একটা আর্ট, একটা কলা। আমি অতি শীঘ্রই একটা ‘মিথ্যা কাউন্সিলর’ নিয়োগ দেব।

আমির হামজাকে সেই পদে দেখা যেতে পারে?- এমন প্রশ্নের জবাবে আবার ট্রাম্প'  আমার নেট‌‌ওয়ার্কে সমস্যা, স্টারলিংক ব্যবহার করছি তো!' বলে উত্তর না দিয়ে প্রস্থান করেন।

১৩ পঠিত ... ১২ ঘন্টা ১৭ মিনিট আগে

Top