বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে ভারতের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল 

৫৩ পঠিত ... ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে

এশিয়া কাপের সুপার ফোরে সর্বশেষ গতকালকের ভারত-বাংলাদেশ ম্যাচটিতে ৪১ রানের জয় পেয়েছে ভারত। ম্যাচ শেষেই ভারতের রাস্তায় বের হয়ে আনন্দ মিছিল করেছে সেদেশের নাগরিকরা, তবে এসবের মাঝে বিশেষভাবে আলোচনায় এসেছে কলকাতা, দিল্লীসহ ভারতের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল। জানা যায় ভারতীয় নাগরিকদের পাশাপাশি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়টিকে উদযাপন করেছে। 

কাল রাতে ভারতের রাস্তায় রাস্তায় ভারতের পতাকার ভিড়ে ভেসে উঠেছে আওয়ামী লীগের দলীয় পতাকাও। কলকাতার পার্ক স্ট্রিট থেকে দিল্লির কনট প্লেস—যেখানেই ভিড়, সেখানেই বাংলাদেশের দলীয় নেতাকর্মীরা স্লোগান তুলেছেন: ১৩০ কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে ভারত নেই কোনো টেনশন। 

শুধু রাস্তায় নয়, দিল্লির লুটিয়েন্স বাংলোয় নাকি আয়োজন করা হয়েছিল বিশেষ পার্টির। তবে সেটি ভারতের জয়ের খুশিতেই করা হয়েছিল নাকি ভিন্ন কোনো রাজনৈতিক মিটিং, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এক পলাতক আওয়ামী লীগ নেতা মিছিলের ভিড় থেকে বলেন, তেকিনা, ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আমরা মিছিল করেছি। ক্ষমতায় থাকতে যেমন ভারতকে পাশে পেয়েছি, পলাতক অবস্থাতেও তাদের গর্তগুলোই আমাদের শেষ ভরসা। তাই ভারতের জয়ে আনন্দ উল্লাস না করলে কেমন লাগে বলুন? 

৫৩ পঠিত ... ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে

Top