‘দেখে নেওয়া’ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন  সারজিস!

২০ পঠিত ... ১০ ঘন্টা ১৩ মিনিট আগে

 

বর্তমান রাজনৈতিক -অরাজনৈতিক সকল প্রেক্ষাপটে প্রতিদিন‌ই কিছু না কিছু ‘দেখে নেওয়ার’ প্রয়োজন হচ্ছে।

এ ব্যাপারে সারজিস আলমকে সেরা মনে করায় ‘দেখে নেওয়া’ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন কর্তৃপক্ষ। এক উচ্চপদস্থ কর্মকর্তার অধীনে থাকা নিন্মপদস্থ কর্মকর্তার ব্যক্তিগত সচিব জানান, দেখুন আমাদের অনেক কাজ‌ই আছে যেটি আমরা নিজেরাই দেখে নিতে পারি। কিন্তু সেটা কতটুকুই বা দেখা যায়! আমরা নানা কাজে ব্যস্ত থাকি। অনেক সময় 'দেখে নেব ' কথাটাও প্রকাশ্যে বলে উঠতে পারি না। সারজিসের দৃঢ়তায় আমরা মুগ্ধ। সে ঠিকঠাক দেখে নিতে পারবে বলে আমরা মনে করি। তাকে ‘হুঁশিয়ারি’ বিভাগের প্রধান করার জন্য‌ও আমরা জোর চেষ্টা চালাচ্ছি।

আরেক কর্মকর্তা ভারী গলায় বলেন, এই বিভাগের কাজ অনেক। কাদের দেখতে হবে তার তালিকা করা, দিনে কিংবা সপ্তাহে কয়বার দেখতে হবে কিংবা কোয়ার্টারলি কতবার 'দেখতে হবে' তার ডাটা নিয়ে মনিটরিং করে যথাযথ দেখে নেওয়া এই ধরণের গুরুত্বপূর্ণ কাজগুলো করা ছাড়াও ‘হার্ড দেখা’ ও ‘সফট দেখা’ বিভাগেও তার অ্যাপ্রুভালই হবে শেষ কথা। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়াটা আমাদের বিমুগ্ধ করেছে। আমরা জানি ও পারবেই।

শোনা যাচ্ছে ‘মধু’ নামের একটা মোবাইল অ্যাপ আসতে পারে, লগ-ইনের  মাধ্যমে‌ কাকে কখন কীভাবে দেখা হবে সেটা রিকুইজিশন দেওয়া যাবে। এই সেবা নিতে পারবে মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পদস্থ যেকোনো কর্মকর্তা, কর্মচারী। পদ ব্যতিরেকে থাকতে পারে নানান অফার‌ও। 

২০ পঠিত ... ১০ ঘন্টা ১৩ মিনিট আগে

Top