আওয়ামী লীগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ডিম লীগ, নৌকার পরিবর্তে মার্কাও হবে ডিম 

২৪ পঠিত ... ১২ ঘন্টা ৩১ মিনিট আগে

সম্প্রতি ডিম ছুড়ে মারায় মুন্সিয়ানা দেখাচ্ছে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ডিম ছুড়ে মারে তারা। সম্প্রতি নিউইয়র্কে আক্তার হোসেন, তাসনিম জারা, মির্জা ফখরুল ও তাহেরের ওপরেও আক্রমণ করে তারা। এই সময়ে আক্তার হোসেনকে ডিম ছুড়ে মারা হয়! 

ডিমের প্রতি আওয়ামী লীগের এই অবসেশন দেখে দলটির নাম পরিবর্তন করার কথাও ভাবছে অনেকে। নতুন নাম হিসেবে প্রস্তাবনায় আছে ডিম লীগ! পাশাপাশি দলটির মার্কা নৌকা থেকে পরিবর্তন করে রাখা হবে ডিম। 

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এক আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের কাছে এখন ডিমই সব! আমাদের দলের ডিম তো আগেই ফেটে গেছে! এখন তাই ডিম নিয়েই কারবার আমাদের। নিজেদের ডিম যেহেতু আগেই ফেটে গেছে, এখন তাই বিশ্বের সকল ডিমকে ফাটানোর দায়িত্ব আমরা হাতে নিয়েছি। আমেরিকায় যেই আসেন, ফ্রিতে ডিম ছোড়া হবে। 

দলের নাম ডিম লীগ হওয়ায় খুশী হয়েছেন অনেকে। এমনকি এক লীগ নেতা বলেন, আমাদের এখন ডিম ছাড়া আসলে আর কিছু নাই! দেশ পরিচালনায় ডিম পাইছি! সেজন্য মানুষ আমাদের ডিম ফাটিয়ে আমাদেরকে দেশছাড়া করেছে! তাই এখন ডিম ছাড়া আর কিছু ভাবতে পারি না। 

এক আওয়ামী লীগ নেতা বিদেশ থেকে ফেক ভিডিও কলে সতর্কবার্তা দিয়ে বলেন, আপনারা বেশি উত্তেজিত হবেন না। আমাদের এক নেতা ডিম না পেয়ে নিজের ডিম ছুড়ে মেরেছে। এখন সে হাসপাতালে মৃত্যু্র সাথে পাঞ্জা লড়ছে।

২৪ পঠিত ... ১২ ঘন্টা ৩১ মিনিট আগে

Top