এবারের ব্যালন ডি’অর নিয়ে যেন পুরো ফুটবল দুনিয়াতেই ভূমিকম্প বয়ে যাচ্ছে। ইয়ামালের হাতে ব্যালন ডি'অর উঠবে এই ভরসাতেই জমে উঠেছিল আড্ডার টেবিল, টঙের দোকান, এমনকি রাজনৈতিক টকশোগুলোও। কিন্তু শেষ মুহূর্তে ঘোষণা এলো—পুরস্কার যাচ্ছে ফ্রান্সের ডেম্বেলের হাতে।
ঘটনার পরপরই ক্ষোভ, বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন নব্বই দশকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র সাউথ এশিয়ান মহাতারকা, কিংবদন্তি তারেক মনোয়ার। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমাদের সময় হলে এই অন্যায়ের জবাবে ইউরোপিয়ান ফুটবলটাই বন্ধ করে দিতাম। ইয়ামালকে দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে যায়। তিনি আরও যোগ করেন, স্কিল না দেখেন, অন্তত বয়স তো দেখবেন! ১৭ বছরের ছেলেকে ব্যালন ডি’অর না দিলে কি ৪০ বছর বয়সে দেবেন?
তারেক মনোয়ার সাহেবের সমালোচনা এবং ক্ষোভ দেখার পরেই নড়েচড়ে বসেছে ফিফা। ফুটবল মহলে এখন গুঞ্জন উঠেছে যে তারেক মনোয়ারকে শান্ত করতে হয়তো ফিফা শিগগিরই নতুন ক্যাটাগরি আনবে: ‘ব্যালন ডি’অর আন্ডার-১৮ উইথ সাউথ এশিয়ান অ্যাপ্রুভাল’। এদিকে তারেক মনোয়ারের সাপোর্ট পাওয়ার পর নিজেকে তারেক মনোয়ারের বিগ ফ্যান উল্লেখ করে একটি টুইট করেছেন ইয়ামাল। এমনকি ব্যালন ডি'অর তাকে দেওয়া না হলে ঘেরাও এক্সপার্ট নগরড্যাডি ইশরাক হোসেনকে সাথে নিয়ে ফিফা কার্যালয় ঘেরাও দেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।