ট্রিমার সন্ত্রাসীদের হাতে চুল-দাড়ি কামাতে বাংলাদেশে আসছেন হ্যারি পটারের Rubeus Hagrid

৪৫ পঠিত ... ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে

হুট করেই বাংলাদেশে আর্বিভাব হয়েছে নতুন একদল মানুষের। যারা রাস্তাঘাটে বড় চুল কিংবা দাড়ির মানুষ দেখলেই জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যক্তি স্বাধীনতা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও একে ইতিবাচকভাবে দেখছেন হ্যারি পটারের Rubeus Hagrid। স্যোশাল মিডিয়ায় অনেকেই এদের ট্রিমার সন্ত্রাসী বললেও এদের ‘মানবতার ট্রিমারওয়ালা’ হিসেবে আখ্যায়িত করেছেন Rubeus Hagrid ভাই। এমনকি ওনাদের হাতে স্বেচ্ছায় চুল-দাড়ি কাটাতে বাংলাদেশেও আসছেন বলে জানিয়েছেন নিজের স্যোশাল মিডিয়া প্রোফাইলে। 

ঘটনার সত্যতা নিশ্চিতে ওনাকে ইমোতে কল করা হলে প্রবাস থেকে তিনি বলেন, আপনাদের সবকিছুতেই এত সমস্যা কেন? আমাদের এখানে চুল-দাড়ি কাটাতে কত টাকা লাগে জানেন? টাকার অভাবে বছরের পর বছর চুল-দাড়ি না কেটে থাকছি আর আপনাদের দেশে ফ্রি-তে এসব কেটে দেয় তারপরেও ভাইদের নিয়ে সমালোচনা করেন আপনারা, হায়রে মানোষ। 

অন্যদিকে Rubeus Hagrid-এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়েছেন ট্রিমার সন্ত্রাসীরা। এমনকি নিজেদের ফেইসবুক পেইজে Rubeus ভাইকে উল্লেখ করে ‘#এসো_Rubeus_ভয়_নাই, বাংলাদেশে_বড়_চুল_দাড়ি_নাই’ হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাসও দিয়েছেন কেউ কেউ। এমনকি কারও কারও দাবি, হ্যাগ্রিড দেশে এলে তাকে আজীবন সম্মাননা সদস্য বানিয়ে দেওয়া হবে ট্রিমার গ্যাং-এর।

৪৫ পঠিত ... ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে

Top