স্বর্গে বিয়ে এবং ডিভোর্স করতে যা সমস্যা

৪৪৫৪ পঠিত ... ২২:২৬, জুন ০৩, ২০১৮

প্রেমিক-প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কাজী অফিসে যাচ্ছিল। পথে অ্যাক্সিডেন্টে তারা মারা গেলো।

অলংকরণ: সামির

বেহেশতে প্রবেশ করার সময় প্রেমিক দারোয়ানকে বল, আচ্ছা ভেতরে গেলে আমরা বিয়ে করতে পারব তো?

দারোয়ান বলল, তোমরা বসো, আমি ভেতর থেকে জেনে আসি।

দারোয়ান ফিরে এল ছয় মাস পর। বলল, হ্যাঁ, তোমরা বিয়ে করতে পারবে। প্রেমিকা তখন জানতে চাইলো, কিছুদিন পর আমাদের যদি ভালো না লাগে তা হলে আমরা ডিভোর্স করতে পারব তো? 

দারোয়ান বললো, এক কাজী খুঁজতেই লাগলো ছয় মাস, উকিলকে খুঁজে পেতে কত মাস লাগবে তার কি ঠিক আছে!

৪৪৫৪ পঠিত ... ২২:২৬, জুন ০৩, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top