বিটিভিকে খতনা করাতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক এক হাজাম

১৪৬ পঠিত ... ১৮:১৪, জানুয়ারি ০৮, ২০২৬

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা তাহের জানিয়েছেন, বিটিভি এখনও মুসলমান হয়নি। এই কথা তিনি তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ফোন করে জানান। তাহেরের এমন খবরে বিটিভির ধর্ম নিয়ে চিন্তায় পড়ে গেছেন দেশের হাজাম সমাজ। জানা গেছে, এক হাজাম বিটিভিকে খতনা করানোর আশাবাদও ব্যক্ত করেছেন।

এই হাজাম বলেন, এত বছর ধরে বিটিভি দেখি, এখন শুনি বিটিভি নাকি মুসলমান হয়নি! জিনিসটা শুনে খুবই হতাশ হলাম! তাহলে এতদিন একটা অমুসলিম টিভি দেখে আসতেছি আমরা! আমাদের কি ঈমান থাকবে! সেজন্য আমি ঠিক করেছি, কোনো পারিশ্রমিক ছাড়াই বিটিভিকে খতনা করাবো! এই বিটিভিকে মুসলমান বানানো ছাড়া আমার শান্তি নাই!

এদিকে অন্য এক হাজাম বলেন, একটা টিভিকে ক্যামনে মুসলমানি অর্থাৎ খতনা করাবেন? উত্তরে এই হাজাম বলেন, ক্যাবল কাইটা দিলেই কাম হইয়া যাবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক আলবটর বলেন, এত কষ্ট করে খতনা করার দরকার নাই। বিটিভিকে জামায়াতের হাতে তুলে দিলেই সে প্রকৃত মুসলমান হয়ে উঠবে। জামায়াতের লোকেরা বিটিভিকে জান্নাতের টিকিটও দান করবে।

১৪৬ পঠিত ... ১৮:১৪, জানুয়ারি ০৮, ২০২৬

Top