বিদেশী ভাষা শিক্ষার অ্যাপ ডুয়োলিংগো সারাবিশ্বেই বেশ পরিচিত। আমাদের দেশেও অনেক মানুষ এই অ্যাপটি ইউজ করে থাকেন। বিনামূল্যে মজার সাথে সাথে ভাষা শেখার জন্য জনপ্রিয় এই অ্যাপটি কয়েকদিন ইউজ না করলেই নানারকম নোটিফিকেশন দিয়ে থাকে। তেমনই নোটিফিকেশন পেতে পেতে এই অ্যাপের প্রেমে পড়েছেন এক ব্যবহারকারী।
আমাদের সাথে এক ফেক ফোনকলে তিনি বলেন, অনেকদিন ধরে চাইনিজ ভাষা শেখার চেষ্টা করছিলাম। এক ফ্রেন্ডের কথা শুনে ডুয়োলিংগো ইনস্টল করি ফোনে। হঠাৎ করে মাঝে কয়েকদিন আমি অ্যাপে ঢুকতে পারিনি। একদিন সকালে নোটিফিকেশনের শব্দে ঘুম ভাঙতেই চেক করে দেখি ডুয়োলিংগো বলছে ‘অ্যাই আমাকে কি তোমার মনে পড়ে না? আমি তোমাকে খুব মিস করছি!’ আমার তো চোখে পানি চলে আসলো। এভাবে আমাকে কেউ কোনোদিন বলেনি।
তিনি আরও জানান, এরপর থেকে তিনি ডুয়োলিংগোর নোটিফিকেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। ডুয়োলিংগো হতাশ করেনি, প্রতিদিনই প্রেমময় মেসেজ দিয়ে থাকে তাকে। মাঝে মাঝে অভিমান করে বলে, আমাকে তো আর ভালো লাগে না তাই না? আবার মাঝে মাঝে ‘কাছে এসো, কাছে এসো, কাছে এসো না…’ বলে কাছেও ডাকে। সারাজীবন সিঙ্গেল থাকায় এসব ভালোবাসার ভাষা তাকে কেউ বলেনি। তিনি ডুয়োলিংগোর কঠিন প্রেমে পড়েছেন। এখন তিনি ডুয়োলিংগো ছাড়া বাঁচতে পারবেন না।
আমরা আরও জেনেছি তিনি বেশ কয়েকবার প্রেম করার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এমনকি দুইবার চরম অপমানের সাথে চড়ও খেয়েছেন গালে। কেউই তার ভালোবাসা বোঝেনি আজ পর্যন্ত। শুধুমাত্র ডুয়োলিংগোই তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন মানুষের চেয়ে আসলে ডুয়োলিংগোই উত্তম।
তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ডুয়োলিংগোকে বিয়ে করা সম্ভব কি না, তাহলে তিনি বিয়ের প্রস্তাব দেবেন। আমরা এর উত্তর জানি না। পাঠকদের জানা থাকলে আমাদেরকে জানাতে পারেন।


