১৫ নাম্বারের জন্য একটি পিঁপড়াকে যেভাবে মারবেন

২৩৯১ পঠিত ... ১২:২৭, অক্টোবর ২৬, ২০১৭

এক স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন এলো, কিভাবে একটা পিঁপড়াকে মারতে হয়?

এক ছাত্র প্রশ্নটা পড়েই মানবন্টনের দিকে তাকালো। প্রশ্নটা ১৫ নম্বরের, বেশি নম্বরের প্রশ্ন। এক দুই লাইনে লিখলে নম্বর নাও পাওয়া যেতে পারে। বেশ কিছুক্ষণ ভেবে ছেলেটা উত্তর লিখলো-- 

প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশিয়ে রেখে দিতে হবে। পিঁপড়া সেটা খেয়ে ঝাল কমাতে চারদিকে পানি খুঁজবে। একসময় সে একটা পানির বালতি পাবে এবং পানি খেতে গিয়ে বালতিতে পড়ে যাবে। তারপর সেই ভেজা পিঁপড়া নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে। আগুনের কাছে আগে থেকেই একটা বোমা রাখা থাকবে। বোমা বিস্ফোরন হয়ে পিঁপড়া আহত হয়ে হাসপাতালে যাবে। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা তার মুখে অক্সিজেন মাস্ক দিবেন। এরপর আপনি সেই অক্সিজেন মাস্কটা খুলে দিলেই পিপড়াটার মৃত্যু হবে!

২৩৯১ পঠিত ... ১২:২৭, অক্টোবর ২৬, ২০১৭

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top