সরকারি কেনাকাটায় কেনা না হলেও গিটারটির দাম ৪৩ কোটি টাকা

৯৪ পঠিত ... ১৫:১২, এপ্রিল ১৮, ২০২৪

24 (6)

৪৩ কোটি টাকা দাম একটা গিটারের। শুরুতেই মনে হতেই পারে, নিশ্চয়ই বাংলাদেশ সরকারের কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি টাকায় কেনা গিটার। নইলে এত দাম হওয়ার তো কথা না! ৪৩ কোটি টাকা হলেও গিটারটি বাংলাদেশ বাংলাদেশ সরকার কেনেনি, কিনেছেন বিশিষ্ট বিলিয়নিয়ার জিম ইশ্রে।

৪৩ কোটি টাকা দামের এই গিটার পিংক ফ্লয়েড ব্যান্ডের অন্যতম সদস্য ডেভিড গিলমোরের। ২০১৯ সালে নিলামে উঠে এটি। তার সেই ১৯৬৯ ব্ল্যাক ফেন্ডার স্ট্র্যটোকাস্টার, যাকে সকলে ‘দ্য ব্ল্যাক স্ট্র্যাট’ বলে চেনে, বিক্রি হয় প্রায় ৪ মিলিয়ন ডলার তথা ৪৩ কোটি টাকায়! বলা হয়, নিলামে ওঠা দ্যা ব্ল্যাক স্ট্র্যাট গিটারটি-ই নাকি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী গিটার।

সাইকেডেলিক রক জগতের কিংবদন্তি ডেভিড গিলমোর এই গিটারটি দিয়েই রেকর্ড করেছিলেন পিংক ফ্লয়েডের কমফোর্টেবলি নাম্ব, শাইন অন ইউ ক্রেইজি ডায়মন্ড। গান ছাড়াও ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন, উইশ ইউ ওয়্যার হিয়ারসহ অন্যান্য অ্যালবাম।  

সকলে ভেবেছিল ব্ল্যাক স্ট্র্যাটটি হয়তো এক-দেড় লাখ ডলারে নিলামে বিক্রি হয়ে যাবে। তবে সবাইকে অবাক করে দিয়ে ৪ মিলিয়ন ডলার নিলামে ডেভিড গিলমোরের এই বিখ্যাত গিটারটি নিজের সংগ্রহে বাগিয়ে নেন বিলিওনিয়ার জিম ইশ্রে। ডেভিড গিলমোর তার ১২০টিরও বেশি গিটার, অ্যামপ্লিফায়ার ও ট্রাভেল কেইস এই নিলামে উঠিয়েছেন। জানা যায়, নিলামে ওঠা সকল অর্থ অনুদান হিসেবে যাবে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা পরিবেশ আইন সংস্থা ‘ক্লায়েন্টআর্থ’ এর কাছে। 

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

৯৪ পঠিত ... ১৫:১২, এপ্রিল ১৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top