ভোট দিতে পারার আনন্দে কি না কে জানে? তবে এক বৃদ্ধা ভোট দেয়ার সময় ব্যালটবক্সে ব্যালট পেপারের সাথে সাথে নিজের এনআইডি কার্ডও ফেলে দিয়েছেন। ফেলে দেয়ারই কথা, ভোট দিতে পারার আনন্দে এটুকু ভুল তো হওয়ারই কথা!
পাঠকের মন্তব্য