দুই ঠোঁটের দুনিয়ায় ১৭ রকম চুমু

২২২০ পঠিত ... ১৭:২৪, জুলাই ০৬, ২০২৩

দুই-ঠোঁটের

(এই ফিচারটা যে কে লিখেছে, কেউ তার নাম প্রকাশ করতে চাচ্ছে না। তাই eআরকি ডেস্ক নামে প্রকাশিত হলো)

 

আমরা বাঙালী জাতি। চুমু খেতে পছন্দ করি বা না করি, জনসম্মুখে স্বীকার করতে বড়ই অনীহা। কিন্তু তাতে কী এসে যায়? চুমুর দুনিয়া এগিয়ে চলছে দুর্নিবার গতিতে, তাতে এসে গেছে নানান ফ্যাশনের চুমু। এইসব ফ্যাশন না জানলে কি চলে? কাজেই চলুন, পড়া শুরু করি। তবে, পড়ার আগে আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়াটাই ভালো।

 

১) ঠোঁটে চুমু

এক্কেবারে বেসিক। পার্টনারের ওপরের ঠোঁটের সাথে আপনার নিচের ঠোঁট, বা উল্টোটা। খুবই আলতো চুমু, তবে সিগন্যাল প্রকাশ পায় ভালোভাবেই।

 

২) ফ্রেঞ্চ চুমু

এই চুমুর ব্যাপারে বাঙালীকে শেখানোর কিছু নেই। অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, কীভাবে এই চুমু খেতে হয়, তাতে আমরা সবাই এক্সপার্ট।

 

৩) কপালে চুমু

এটা একটা আদুরে চুমু। শুধু প্রেমিক-প্রেমিকারাই না, আদর-স্নেহ দেখাতে অনেককেই এই চুমু খাওয়া হয়। যাকে এই চুমু দেয়া হয়, সেও খুশি হয় বৈকী!

 

৪) ঘাড়ে চুমু

এটা বলা যায় আমন্ত্রণের ইগনিশন কি। ঘাড়ে আর পিঠে নাকি মানুষের সেনসেশন সবচেয়ে বেশি। কাজেই বুদ্ধিমান পাঠক, ঘাড়ে চুমু খান। কেন খাবেন? ধুর, সব আপনাদের বলে দিতে হবে নাকি?

 

৫) পেক চুমু

ব্যাপারটা অনেকটা ধরি মাছ, না ছুঁই পানি। চুমু খাবেন, তবে খেয়েছেন নাকি খাননি বোঝা কষ্ট হবে। ঠোঁটে বা গালে বা কপালে চুমুর আলতো ছোঁয়া আরকি। চলে গেলে মনে হয়, তুমি এসেছিলে!

 

৬) চিবুকে চুমু

অনেক জায়গাতেই এই চুমুটা দেয়া হয় পরিবারের সদস্যদের আবেগ দেখানোর সময়। হাতে আলতো করে চিবুকটা তুলে চুমু খাওয়া। তবে, প্রেমিক-প্রেমিকারাও যে এইভাবে চুমু খান না, তা না। মূল ব্যাপার হচ্ছে ভালোবাসা দেখানো এখানে।

 

৭) কামড়ে চুমু

এই চুমুটা খাবার ব্যাপারে সাবধানে। লাভ বাইট কিন্তু মুরুব্বীরাও চেনে। গলার ওখানে কিংবা গালে-হাতে দাগ দেখলে ‘ছারপোকার কামড়’ বলে এড়িয়ে যাবার সুযোগ নেই। তাই বলে এখন কোথায় এই চুমু খাবেন জিজ্ঞেস করতে যাবেন না।

 

৮) হাতে চুমু

আহা, কী প্রেম! হাতে চুমু খেয়ে প্রিয়তম বা প্রিয়তমাকে ভালোবাসা দেখানো যায়, গুরুজনকে শ্রদ্ধা দেখানো যায়, বসকে তেল দেয়া যায়। তবে আমাদের দেশের বসদের হাতে চুমু দিতে যাবেন না। তাদের চুমু দেয়ার জায়গা অন্য জায়গায়।

 

৯) সরীসৃপের মতো চুমু

এই চুমুটা খেতে আপনাকে একটু এক্সপার্ট রোমিও-জুলিয়েট হতে হবে। ফ্রেঞ্চ কিসের একটু অ্যাডভান্সড ভার্সন। শুধু চুমু খেলেই চলবে না, আপনার জিহবা মুখে ঢুকিয়ে তার জিহবাটা বের করে এনে আপনার জিহবার সাথে জড়িয়ে ফেলতে হবে। অনেকটা টিকটিকি যেমন পরষ্পরকে জড়িয়ে থাকে তেমন। এই চুমুর বিষয়ে বিস্তারিত কথা না বাড়ানোই ভালো।

 

১০) কানের লতিতে চুমু

কানে যে পরিমাণ নার্ভ থাকে, শরীরের বেশিরভাগ অংশেই এমন থাকে না। কাজেই পার্টনারকে উত্তেজিত করতে কানের লতিতে চুমুর বিকল্প নেই। তবে, বোকামী করবেন না। ওই সময় যদি দুষ্টুমি করে পার্টনারের কানের কাছে ‘কুউউউউ’ বলে ওঠেন, তাহলে কিন্তু সব শেষ!

 

১১) প্রজাপতি চুমু

এই চুমুর শর্ত হলো পার্টনারের চোখের পাঁপড়ির সাথে আপনার চোখের পাঁপড়ি সেঁটে যেতে হবে। গুণীদের মতে, এরচেয়ে কিউট চুমু নাকি আর নেই। খেয়েছেন এমন চুমু? নাহলে ট্রাই করে দেখতে পারেন।

 

১২) শরীরে চুমু

ছিছিছি… এই চুমুর ব্যাপারেও বিস্তারিত পড়তে চান? তাহলে সংক্ষেপে শুনুন, এই চুমুতে আপনার সম্বল ঠোঁট, পার্টনারের সম্বল তার শরীর। তারপর? তারপর কবি নীরব…

 

১৩) স্পাইডারম্যান চুমু

এই চুমুর জন্য একটু কষ্ট করতে হবে। পার্টনারকে উলটো করে ঝুলিয়ে তাকে ফ্রেঞ্চ কিস করতে হবে। ২০০২ সালে বের হওয়া স্পাইডারম্যান মুভিতে এভাবেই কিস করেছিলো স্পাইডারম্যান আর তার প্রেমিকা। আপনিও ট্রাই করে দেখবেন নাকি? প্যায়ার কিয়া তো ডারনা কিয়া?

271599125_1092334171556223_2885461465832988807_n

গুনে গুনে ১৩টা পড়ে ফেললেন, আরও চান? যান যান… আগে এগুলোই প্র্যাকটিস করে আসুন। পারলে আজকে করুন। চুম্বন দিবস তো আর প্রতিদিন আসে না!

২২২০ পঠিত ... ১৭:২৪, জুলাই ০৬, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top