ইসি ঘেরাও দিতে চায় মৃত ভোটাররা, সাহায্য চাইল ইশরাকের

১৭ পঠিত ... ৩ ঘন্টা ১ মিনিট আগে

গত ৬ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করে বাদ দেওয়া হয়েছে। সাথে এটাও জানিয়েছেন যে এদের অনেকেই আগে ভোট দিয়েছে। এ খবর প্রচারের সাথে সাথে মৃত সমাজে বেশ তোলপাড় শুরু হয়েছে। অনেকেই হয়েছেন হতাশ, অনেকেই পেয়েছেন দুঃখ।

তাদের সাথে কথা বলতে আমরা গভীর রাতে গিয়েছিলাম আজিমপুর কবরস্থানে। এই কবরস্থানের ৪ নাম্বার লাইনের ৬ নম্বর কবরের বাসিন্দা আমাদেরকে বলেছেন তার দুঃখের কথা। তিনি বলেন, বেঁচে থাকতে আমি কখনও ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গেলেই পোলাপান বলত, চাচা আপনার ভোট তো দেওয়া হয়ে গিয়েছে। মরে গিয়ে ভূত হওয়ার পর আমি ভোটের অধিকার ফিরে পেয়েছিলাম। রাতের অন্ধকারে আমাদের জন্য ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা হয়েছিল। বেঁচে নেই বলে এখন সেই অধিকারটুকুও কেড়ে নেবেন?

অপরদিকে বনানী কবরস্থানে গেলে মৃত একজন নেতা বেশ বিদ্রোহের কণ্ঠে বলেন, এ ধরনের অন্যায় আমরা মানবো না। ভূত হয়েছি বলে কি ভবিষ্যৎ নেই আমাদের? ভোট দেওয়া মৃতদের ঐতিহ্য। এই ঐতিহ্য ভাঙলে কবর কাঁপবে। তিনি আরও জানান, প্রয়োজন হলে আমরা ইসি ঘেরাও করব। এতদিন ভোট দিয়ে এসেছি, এই ঐতিহ্য এত সহজে হারিয়ে যাবে? এসব আমরা সহ্য করব না। এ ব্যাপারে তাদের ইশরাকের সাথে যোগাযোগও হয়েছে বলে জানান। তিনি বলেন, ঘেরাও মানেই ইশরাক। বর্তমানে যেকোনো জায়গা ঘেরাওয়ের ক্ষেত্রে তারচেয়ে এক্সপার্ট আর কেউ নেই। আমরা তার ওপর পূর্ণ আস্থা রাখছি। 

জুরাইন কবরস্থানে গিয়ে ২ নম্বরের কবরের বাসিন্দার মনের কথা জানতে চাইলাম আমরা। তিনি খুবই হতাশ হয়ে জানান, আমি সম্প্রতি গত হয়েছি। ভেবেছিলাম এবার নির্বাচনে রাতে ভোট দিতে পারব। এটি নিয়ে আমি বেশ আনন্দিত ছিলাম কিন্তু ইসির এই সিদ্ধান্তে আমি বেশ দুঃখ পেয়েছি। আমি আমার ভোটের অধিকার ফেরত চাই।

১৭ পঠিত ... ৩ ঘন্টা ১ মিনিট আগে

Top