ড. জাফরুল্লাহ চৌধুরীর উক্তি

৫৭০৭ পঠিত ... ১৪:১৮, এপ্রিল ১২, ২০২৩

ড.-জাফরুল্লাহ-চৌধুরীর-উক্তি

১#

আমরা যারা যুদ্ধ করেছি একবার, একাত্তরে আট-নয় মাস। কিন্তু বীরাঙ্গনা যারা আছেন, তারা যুদ্ধ করেছেন বারবার। একাত্তরে যুদ্ধ করেছেন, যুদ্ধের পর যুদ্ধ করেছেন, এখনও যুদ্ধ করে যাচ্ছেন।

২#
বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড করতে চেয়েছিলেন। মুজিব ভাইয়ের এ স্বপ্ন এখনও পূরণ হয়নি। মুজিব ভাইয়ের স্বপ্ন পূরণ হলে এত মানুষ আত্মহত্যা করতো না। কিশোরেরা খুনখারাবিতে জড়াত না। সবাই খেতে পারত। চাকরি না থাকলে ভাতা পেত।

৩#

বাংলাদেশের দারিদ্র্যের অন্যতম কারণ স্বাস্থ্যব্যবস্থার নাজুক পরিস্থিতি। এখানে ওষুধের দাম বৃদ্ধি ও চিকিৎসকের অবহেলায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যব্যবস্থার উন্নতি না হলে বাংলাদেশে দারিদ্র্য কমবে না।

৪#
যে দর্জি চার্লসের স্যুট বানাতো সে দর্জি আমারও স্যুট বানাতো। আমি কখনও তৈরি করা স্যুট পরি নাই। কিন্তু, এখন আমি দেখি এটা আসলে ওয়েস্ট অফ মানি!

৫#

যুদ্ধ করতে গেলে দুইটা জিনিস থাকতে হবে। প্রথমটা সৈনিক হতে হবে ফ্রন্টারিয়াত। পেছনে ব্যাকআপ থাকতে হবে হাসপাতালের। আহত যেন বোঝে তাকে আমরা সর্বান্তর চেষ্টা করেছি। তাহলে তার সাহস হবে পুণরায় যুদ্ধে আসার।


 

৫৭০৭ পঠিত ... ১৪:১৮, এপ্রিল ১২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top