স্পাইডার ম্যান হওয়া কি আদৌ সম্ভব?

৪৭৫ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ১০, ২০২২

Spiderman

লেখা: ফারিহা করীম

‘My Name Is Peter Parker, And I've Been Spider-Man Since I Was Fifteen Years Old.’

মার্ভেল ফ্যানেরা এই লাইনটি কখনোই ভুলতে পারবেন না। ছোটবেলায় স্পাইডার ম্যানের মতো দেয়ালে ঝুলে থাকার স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এবং বড় হওয়ার সাথে সাথে সেই স্বপ্ন ভেঙে গেছে সবারই। কিন্তু বিজ্ঞান কি বলে? স্পাইডার ম্যান হওয়া কি আদৌ সম্ভব?

মাকড়সার কামড়ে সাধারণ পিটারের সুপার হিরো স্পাইডার ম্যান হওয়ার কাহিনী আমরা সবাই জানি। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পিটারকে কামড়ানো মাকড়সাটি ছিলো তেজস্ক্রিয় মাকড়সা, তাই সাধারণ মাকড়সার কামড় খেয়ে স্পাইডার ম্যান হওয়ায় স্বপ্ন দেখে লাভ নেই।

প্রথমে আসা যাক মাকড়সা আপনাকে কামড়ালে কী হবে তাতে…

মাকড়সা মানুষকে একমাত্র তখনই কামড়ায় যখন তারা মনে করে যে আপনি তাদের জন্য বিপদজনক। বেশিরভাগ মাকড়সার প্রজাতিই নিরাপদ। বিশ্বজুড়ে প্রায় ৪০,০০০ বিভিন্ন প্রজাতির মাকড়সার মধ্যে প্রায় ১২টি প্রজাতিই কামড় দিয়ে মানুষকে আহত করতে পারে। মাকড়সার কামড় লালভাব, ব্যথা এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, আপনি এগুলি মোটেই খেয়ালই করবেন না । ব্ল্যাক উইডো মাকড়সার কামড়ে তীব্র পেটে ব্যথা বা ক্র্যাম্পিং হতে পারে। ব্রাউন রিলুজ মাকড়সার কামড়ে একটি মৌমাছির স্টিংয়ের মতো স্টিং বা তীক্ষ্ণ ব্যথা হতে পারে। মারাত্মক কামড়ের ক্ষেত্রে কামড়ের আশেপাশের ত্বকের কোষগুলো কয়েক ঘণ্টার মধ্যে মারা যেতে পারে। এই উভয় প্রকারের মাকড়সাই সাধারণত নিশ্চুপ অঞ্চল যেমন অব্যবহৃত যেকোন স্থান বা শেডেতে বাস করে। হুমকির সম্মুখীন না হলে তারা কামড় দেয় না।  

তবে স্পাইডের কামড়ে স্পাইডার ম্যান হওয়ার স্বপ্নে আনুষ্ঠানিকভাবে পানি ঢেলে দিয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিজ্ঞানীরা। তাদের মতে, স্পাইডার ম্যান বাস্তব জীবনে কখনও থাকতে পারে না। এটি তেজস্ক্রিয় মাকড়সার অভাবের কারণে নয় বরং মানুষ লম্বা দালানগুলোয় ঝুলে থাকার জন্য বেশ বড় এই জন্য। কেমব্রিজের বিজ্ঞানী  দলের গবেষণা অনুসারে, মানুষ দেওয়াল আরোহণের আগে তাদের দেহের মোট পৃষ্ঠের ৪০% বা সম্মুখ অংশের প্রায় ৮০% স্টিকি প্যাড (আঠালো অংশ) দিয়ে ঢেকে থাকা প্রয়োজন। এছাড়াও দেয়ালে ঝুলে থাকার জন্য তখন মানুষকে বিশাল পায়ের অধিকারী হতে হবে (ইউএসএ-র মাপ অনুযায়ী তখন মানুষকে ১১৪ নম্বর সাইজের জুতা পড়তে হবে)। মানবদেহের বর্তমান কাঠামো যার সাথে মোটেই সাদৃশ্যপূর্ণ নয়। তাই যদি না আপনি বিশাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যান আপনার পক্ষে স্পাইডার ম্যান হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে এরপরও যদি আপনি স্পাইডার ম্যান হতে চান তাহলে আপনাকে সাহায্যে করতে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর আবিষ্কার করা `গেকো প্যাড' এটি স্পাইডার ম্যানের মতো দেয়ালে আপনাকে ঝুলিয়ে রাখতে পারবে। কিন্তু মাকড়সার কবজি থেকে কখনোই জাল বের হয় না, এভাবে জাল বের করতে হলে বাজার থেকে দড়ি কিনে এনে দড়ি ছোঁড়ার প্রশিক্ষণ নিন। এতো ঝামেলা না জড়িয়ে বাংলা সিনেমার রুবেলের মতো ঝুলন্ত বেগবান স্পাইডার ম্যান হতে হলে আপনার শুধু একটি স্পাইডার ম্যানের স্যুট লাগবে যা লক ডাউনের শেষে নিউ মার্কেট থেকে সস্তায় কিনে নিতে পারবেন

৪৭৫ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ১০, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top