সকালে সকাল ফেসবুক জুড়ে সবার একটাই চাওয়া, তারা সবাই স্বপ্নীলের বন্ধু হতে চায়! অনেকেই সকালে ফেসবুকে ঢুকে নিশ্চয়ই বুঝতে পারছেন না, কেন সবাই স্বপ্নীলের বন্ধু হতে চায়? কে এই স্বপ্নীল? তার বাড়ি কোথায়? স্বপ্নীলের মাঝে এমন কী আছে যা অন্য কারও কাছে নাই!
স্বপ্নীলের বন্ধু হতে চাওয়ার এই আকাঙ্ক্ষার মূলে রয়েছে স্বপ্নীলের মা। আরিফা বেগম নামে স্বপ্নীলের মা খাবার বানাতে পছন্দ করে। সেসব খাবার নিয়ে আবার নিজের ফেসবুক আইডিতে মিনি ভ্লগও তৈরি করেন!
কয়েকদিন আগে স্বপ্নীলের মা ওনার ফেসবুকে একটা ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যায়, টেবিল ভরে নাস্তা বানিয়ে আরিফা বেগম অপেক্ষা করছেন ছেলে স্বপ্নীল এবং তার বন্ধুদের জন্য। ছেলের বন্ধুরা বেড়াতে আসবে বলে তিনি কিছু খাবার তৈরি করেছেন। টেবিলে ভরপুর মজার মজার সব খাবার, রয়েছে বার্গার, ফ্রুট স্যালাড, সামুচা, আলুর দম, গরুর কালাভুনা, কেক, কাস্টার্ড, হানি চিকেন, সেমাইয়ের ডেজার্ট, এক ধরনের মোহিতো ড্রিংকসহ আরও অনেক কিছু। সবই তিনি অত্যন্ত যত্নের সাথে তৈরী করেছেন বাসায়। খাবারগুলো দেখলেই মনে হচ্ছে বেশ সুস্বাদু তো হবেই! টেবিল-ভর্তি খাবার দেখিয়ে তিনি সেসব খাবারের বর্ণনা করছিলেন।
খাবারগুলো এত লোভনীয় যে, যেসব খাবার দেখলে যে কেউই স্বপ্নীলের বন্ধু হতে চাইবে। ভিডিওটি দেখার পর আমারও মনে হলো, আমিও একটু স্বপ্নীলের বন্ধু হই। আসলে আমিও স্বপ্নীলের মতো একজন বন্ধু চাই যার আম্মু দারুন সব মজার খাবার নিজে হাতে তৈরী করেন খুব যত্ন নিয়ে। স্বপ্নীলের বন্ধুরা আসলেই খুব লাকি। খুব সাধারণ একজন মা, তবে তার এই আদরে ভরা আপ্যায়নের জন্য এখন ফেসবুকে যেন সবার কাছে বেশ ভালোবাসার একজন মানুষ হয়ে উঠেছেন।
তবে হতাশ হওয়ার কিছু নেই! আমাদের সবারই আসলে এমন একজন বন্ধু থাকে, যার মা মজার মজার খাবার বানায়, আর আমরা গিয়ে নিজের ঘরের মতোই আনন্দ নিয়ে সেসব খাবার খাই! আন্টিও আমাদের খাবার দেখে তৃপ্তি পান!
আপনার গ্রুপের স্বপ্নীল কে?
পাঠকের মন্তব্য