শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ১০ টি অসাধারণ উক্তি

৪৫৯৯ পঠিত ... ২২:২২, নভেম্বর ০২, ২০২১

ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। থ্রিলার, ক্রাইম কিংবা ভূতের উপন্যাসের আমেজে তাঁর বইগুলো যেন সবসময় তরতাজা। ছোট্টবেলায় স্বয়ং ভূত মামা কিংবা খালার দেখা নিজেও পেয়েছিলেন বটে। রয়েছে তা নিয়ে নানা গল্পও। তাঁকে নিয়ে বুদ্ধদেব বসু বলেছিলেন, ‘এমনিতেই আমি শীর্ষেন্দুর লেখার খুব ভক্ত। কী গভীরতা! আর কত ধরনের প্লট, কত বৈচিত্র। ও যে কোথা থেকে এত রসদ পায়, ও-ই জানে।’ 

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে আরো থাকে যত্নে লেখা চরিত্র আর তাদের নানা কথা। সেসব কথা আলাদা করে তুলে নিলে মনে হবে যেন এ তো আমাদের জীবনের কথা, আমাদেরই কথা। পাঠকদের জন্যে আজ তুলে আনা হল শীর্ষেন্দুর গল্পে কিংবা সাক্ষাতকারে বলা তেমনি কিছু জীবনমুখী স্মরনীয় উক্তি। 

shirshendu 10 quote

১# বেশির ভাগ মানুষেরই অভ্যাস হল, যেখানে বলার কথা কিছু নেই, সেখানেও অকারণে কথা বলে যায়, প্রয়োজন থাক বা না থাক। 

২# আকাশ কতটা পরিষ্কার থাকলে, কতখানি জ্যোৎস্না উঠলে কতগুলো গাছপালা এবং কতখানি মাঠ-ময়দান থাকলে কতটা সৌন্দর্যের সৃষ্টি হবে, তার পিছনেও কি অঙ্ক নেই? 

৩# কোন কোন স্বামী-স্ত্রী বোধহয় তাদের সম্পর্কের বিষকেই বেশী উপভোগ করে। মধুর কথা তারা কানে নেবে না।

 ৪# পঞ্চাশ ছোঁয়া বয়সটা বড় মারাত্মক ভাটির টান যখন লাগে মানুষ তখন ভোগসুখের জন্য পাগল হয়ে যায়, জানেতো আর বেশি সময় নেই হাতে, শরীরের ক্ষমতা আর বেশিদিন থাকবে না! ণত্ব ষত্ব জ্ঞান হারিয়ে তখন সে কেবল খাই খাই করে খাবলাতে থাকে চারপাশের ভোগ্যবস্তুকে চুলে কলপ দেয় রঙ চঙে জামা গায়ে চড়ায়, সেন্ট মাখে! আর স্ত্রী? স্ত্রীর করার কি বা থাকে বিষচক্ষে দেখে যেতে হয়! দু’ জনার মাঝে অসীম ব্যবধান তৈরি হয়!

৫# যখন কোন মেয়ে দু’বেলা খাবার, মাথার ওপরে একটু ছাদ এর বেশি আরো কিছু আছে তা বুঝতে শিখে, তবেই তার ভেতরে জন্ম নেয় লজ্জা আর রোমাঞ্চ!

৬# আলাপ করতে একটা টিউনিং দরকার, টিউনিং না থাকলে কথা আসেনা।

৭# ব্যাধিময়, ব্যথাময়, নশ্বর এই শরীর নিয়ে মানুষের কত না ভাবনা, কিন্তু শরীরখানা দেওয়া হয়েছে এটাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য, বসিয়ে বা আরাম করার জন্য না!

৮# বাপ আর ছেলের মধ্যে যেমন জেনারেশন গ্যাপ থাকে, দাদা আর নাতীর মধ্যে তেমনটা থাকে না। ছেলে আর বাপের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা থাকে দাদু আর নাতির মধ্যে তা নেই! প্রজন্মগত পার্থক্যটা বেশি হলে তাদের মধ্যে এক সমঝোতা গড়ে ওঠে! 

৯# কারো আদর কাড়া কথা শুনলে, মন মরা জীবনেও মাঝে মাঝে বাঁচতে বাঁচার ইচ্ছে জাগে, অল্প আদর পেলেই মনে হয় অনেকখানি পেয়ে গেলাম। আর বুঝি কিছু চাওয়ার নেই! 

১০# দুনিয়াতে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। মানুষের পালানোর সবচেয়ে ভালো জায়গা হলো তার মন। যদি সেখানে ঢুকে কপাট বন্ধ করে দিতে পারি তবে কেউ আর নাগাল পাবে না।

বোনাস উক্তি: 

# মাতৃভাষাকে অবজ্ঞা করলে দাঁড়ানোর জায়গা পাবে না।বাঙালিরা বড্ড তাড়াতাড়ি আন্তর্জাতিক হয়ে যায়,তাই তাদের শক্তি কম।

# যে জীবন তাঁর নয়, যে জীবন তাঁর কখনো হবে না তাকে সিংহাসনে বসিয়ে মানুষ মাঝে মাঝে এরকম ধূলায় পরে কাঁদে। 

# ভালোবাসা মানেই কিন্তু ভালো করা।তার ভালোর জন্যে কিছু যদি না-ই করলে তাহলে ভালোবাসা বন্ধ্যা হয়ে গেল,মিথ্যে হয়ে গেল।

ভূয়া উক্তি

# মানুষকে কখনো বিশ্বাস করবেন না, এরা আপনাকে ১০ টার কথা বলে ১৪ টি উক্তি পড়িয়ে ফেলবে।

৪৫৯৯ পঠিত ... ২২:২২, নভেম্বর ০২, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top