এপ্রিল মাসটি সম্পর্কে যে ১০টি মজার তথ্য আপনি নাও জানতে পারেন

১১১৫ পঠিত ... ০৫:০১, এপ্রিল ০১, ২০২০

 

১# গ্রীক ভালোবাসার দেবী আফ্রোদিতির জন্য এ মাসের নামকরণ 'এপ্রিল' করা হয়েছে। উৎপত্তিগতভাবে এপ্রিল অর্থ 'to open'. 

২# আমরা এক মাস বলতে সাধারণত ৩০ দিন বুঝি। বছরের প্রথম ৩০ দিনের মাস হলো এপ্রিল। ইংরেজি 'i' বর্ণটি শুধু খ্রিস্টীয় এই মাসের বানানে আছে।

৩# আমেরিকার ৪ জন প্রেসিডেন্ট এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। মজার ব্যাপার হলো, মোট ৪ জন আমেরিকার প্রেসিডেন্ট মারাও যায় এপ্রিল মাসেই! এখানেই শেষ না। যুক্তরাজ্যের ৩ জন প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন এপ্রিল মাসে। আবার মোট ৩ জন মারাও যান এপ্রিল মাসেই!             

৪# মেয়েদের নামকরণের দিক থেকে ইংল্যান্ডের মানুষের কাছে পছন্দের তালিকায় ২১৬তম তে আছে 'এপ্রিল' এবং স্কটল্যান্ডে তা ১৯১তম।   

৫# বাঙালি যে সিনেমা দিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে চিনেছে, সেই আসল টাইটানিক ডুবে যায় এপ্রিলের ১৫ তারিখ!    

৬# কলাম্বিয়ার একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে, এ মাসে জন্মগ্রহণকারী মানুষের অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা অন্যান্য মাসের জন্মগ্রহণকারী মানুষের চেয়ে অনেক কম!         

৭# আপনি যদি এপ্রিলের ২২ তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে আপনার জন্মদিন এই পৃথিবীর জন্যও একটি বিশেষ দিন। কারণ ২২ এপ্রিল আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস!

৮# উইলিয়াম শেক্সপিয়ার এই মাসের ২৩ তারিখে জন্মগ্রহণ করেন। মজার ব্যাপার হলো, তাঁর মৃত্যুও একই মাসের একই তারিখে!   

৯# এপ্রিলের ২০ তারিখ হিটলার অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। এটাকে মজার তথ্য হিসেবে নিবেন কি না, সে দায়ভার সম্পূর্ণ আপনার!        

১০# এপ্রিলে রয়েছে দুটি বেশ মজার দিবস: 

এপ্রিল ৬- আন্তর্জাতিক বালিশ যুদ্ধ দিবস   

এপ্রিল ১৭- ব্লা, ব্লা, ব্লা দিবস!

১১১৫ পঠিত ... ০৫:০১, এপ্রিল ০১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top